Important chemistry gk in bengali | রসায়ন বিজ্ঞান জিকে 3
Chemistry gk question answers in bengali | রসায়ন বিজ্ঞানের প্রশ্ন উত্তর
আমরা প্রায়ই দেখে থাকি যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা রসায়ন বিজ্ঞান থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আছে তা তুলে ধরবো প্রশ্ন-উত্তরের আকারে। আমরা রসায়ন বিজ্ঞানের প্রশ্ন উত্তরের একটি সিরিজ নিয়ে আসছি যেখানে রসায়ন বিজ্ঞানের থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি থাকবে। এটি হলো সিরিজের 3rd পোস্ট। এখানে থাকবে chemistry gk in bengali, Chemistry quiz in bengali, chemistry general knowledge in bengali, chemistry question answers in bengali, chemistry quiz questions in bengali এগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBP, Rail, WBPSC, ICDS, WBTET, MTS, CGL ইত্যাদির জন্য খুবই প্রয়োজনীয়।
প্রঃ বিশুদ্ধ অবস্থায় হীরককে দেখতে কেমন?
উঃ বর্ণহীন স্বচ্ছ ও কেলাসিত।
প্রঃ লোহা, তামা ও হীরকের মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ
কোন্টি?
উঃ হীরক।
প্রঃ একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে মিলিত হয়ে
যদি সুস্থিত যৌগ উৎপন্ন করে তবে তা কি নামে পরিচিত?
উঃ ক্যাটিনেশন।
প্রঃ স্টার্চের সঙ্গে বিক্রিয়ায় আয়োডিন রঙ কিরূপ
হয়?
উঃ নীল।
প্রঃ কোন্ কোন্ আকরিক দ্রব্যের মধ্যে প্রচুর পরিমাণে
কার্বন বিদ্যমান?
উঃ ডলোমাইট, ম্যাগনেটাইট, মার্বেল ও চুনাপাথরে।
প্রঃ আয়োডিন কোন্ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উঃ জীবাণুনাশক ওষুধ রূপে।
প্রঃ পানীয় সোডার বোতলের মুখ খুলতেই বুদ্বুদ্ ওঠার
কারণ কি?
উঃ CO2 -এর জলীয় দ্রবণে চাপ প্রয়োগ করে বোতলে ছিপি
আঁটা হয় বলে।
প্রঃ আয়োডিন কোন্ কোন্ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে
বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
উঃ আয়োডোফরম এবং পটাসিয়াম আয়োডাইড।
প্রঃ মনুষ্য খাদ্যবস্তুর মধ্যে কোন্গুলিতে প্রচুর
পরিমাণে কার্বনের অস্তিত্ব পাওয়া যায়?
উঃ চর্বি জাতীয় খাদ্য ঘি, মাখন, তেল, নারকেল ও বাদামে।
প্রঃ আয়োডিন কি জৈব রসায়নে বহু বিক্রিয়ায় তদারকরূপে
এবং রঙ প্রস্তুত করতে ব্যবহৃত হয়?
উঃ হ্যাঁ।
প্রঃ প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও মার্স গ্যাসে
কোন্ রূপে কার্বন ডাই অক্সাইডের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়?
উঃ হাইড্রো কার্বন যৌগরূপে।
প্রঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড বাতাসের চেয়ে ভারী,
নাকি হাল্কা? এর বাষ্প ঘনত্ব কত?
উঃ বাতাসের চেয়ে ভারী, বাষ্প ঘনত্ব 18.25।
প্রঃ পরিষ্কার চুন জলে কার্বন-ডাই-অক্সাইড চালনা
করলে চুনজল ঘোলা হয়ে যাবার কারণ কি?
উঃ ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন হয় বলে।
প্রঃ থার্মোমিটার, ব্যারোমিটার, পিপোট, ব্যুরোট,
লেজারিং ফ্লাস্ক প্রভৃতির গায়ে দাগ কাটতে কোন্ অ্যাসিড ব্যবহৃত হয়?
উঃ হাইড্রোফ্লুরিক অ্যাসিড।
প্রঃ জটেরিয়ামের ভরসংখ্যা 2 কেন?
উঃ নিউক্লিয়াসে 1টি প্রোটন এবং 1টি নিউট্রন থাকে বলে।
প্রঃ পারমাণবিক হাইড্রোজেনের কয়েকটি বিশেষ ধর্মের
উল্লেখ কর।
উঃ (ক) AgNO3, HgCl2, Cu(No3)2 প্রভৃতি দ্রবণকে বিজারিত
করে ধাতু উৎপন্ন করে, (খ) সাধারণ উষ্ণতায় অধাতু এবং ধাতুর সঙ্গে যুক্তহয়ে হাইড্রাইড
যৌগ উৎপন্ন করে, (গ) বেগুনী বর্ণের অ্যাসিড যুক্ত KMNO4 কে বিজারিত করে, উৎপন্ন করে
বর্ণহীন ম্যাঙ্গানিজ লবণ এবং (ঘ) কমলা বর্ণ বিশিষ্ট অ্যাসিড যুক্ত K2Cr2O7 দ্রবণকে
বিজারিত করে উৎপন্ন করে ক্রোমিক লবণের সবুজ বর্ণযুক্ত দ্রবণ।
প্রঃ গ্যামাক্সিন, ডি ডি টি, ব্লিচিং পাউডার এবং
ক্লোরোফর্ম তৈরি করতে ফ্লুয়োরিন, নাকি ক্লোরিন ব্যবহৃত হয়?
উঃ ক্লোরিন।
প্রঃ আণবিক হাইড্রোজেন এবং জায়মান হাইড্রোজেনের
মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি?
উঃ জায়মান হাইড্রোজেন।
প্রঃ প্রকৃতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিরূপে বর্তমান?
উঃ রক সল্ট এবং হর্ন সিলভাররূপে।
প্রঃ সাধারণ হাইড্রোজেন এবং জায়মান হাইড্রোজেনের
মধ্যে কার সক্রিয়তা বেশি?
উঃ জায়মান হাইড্রোজেন।
প্রঃ প্রিস্টলি উক্ত অ্যাসিডটির কোন নামকরণ করেন?
উঃ মিউরিয়েটিক অ্যাসিড।
প্রঃ জায়মান হাইড্রোজেন কাকে বলে?
উঃ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হাইড্রোজেন ঘটিত
কোন যৌগ থেকে সদ্য মুক্তি লাভ করা হাইড্রোজেনকে
প্রঃ হাইড্রোফ্লুরিক অ্যাসিড ব্যবহৃত হয় ফটোগ্রাফী
শিল্পে, অ্যালুমিনিয়াম শিল্পে, নাকি কোহল শিল্পে?
উঃ কোহল শিল্পে।
প্রঃ ট্রাইটিয়ামের ভর সংখ্যা = 3 কেন?
উঃ নিউক্লিয়াসের মধ্যে 2টি নিউট্রন এবং 1টি প্রোটন
আছে বলে।
প্রঃ হাইড্রোফ্লুরিক অ্যাসিডের উদ্ভাবক কে?
উঃ প্রিস্টলি।
প্রঃ আয়না, আলমারিক কাচ, জলের গ্লাস, কাচের ফুলদানি
প্রভৃতির গায়ে নক্সা করতে HBr, HCI নাকি HF-এদের মধ্যে কোনটি ব্যবহৃত হয়?
উঃ HF
প্রঃ লোহা ও গ্রাফাইট শিল্পে HF-এর ব্যবহার অপরিহার্য
কেন?
উঃ গ্রাফাইট ও ঢালাই লোহার গা থেকে বালি দূর করবার
জন্য।
প্রঃ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
উঃ ৪
প্রঃ কার্বন-ডাই-অক্সাইডপূর্ণ গ্যাসজারে একটি জ্বলন্ত
ম্যাগনেসিয়াম কাঠি প্রবেশ করালে কি ফল পাওয়া যাবে?
উঃ জ্বলতেই থাকবে।
প্রঃ কার্বন-ডাই-অক্সাইড গ্যাস কিভাবে আগুন নেভায়?
উঃ অক্সিজেনকে ধ্বংস করে।
প্রঃ কার্বন-ডাই-অক্সাইডকে শ্বেততপ্ত কোকের ওপর দিয়ে
চালনা করলে বিজারিত হয়ে কি উৎপন্ন করে?
উঃ কার্বন মনোঅক্সাইড।
প্রঃ থারমাইট (Thermite) মিকশ্চারের উপাদানগুলি কি
কি?
উঃ আয়রণ অক্সাইড ও অ্যালুমিনিয়াম।
প্রঃ কার্বন-ডাই-অক্সাইডের প্রচুর পরিমাণে ব্যবহৃত
হয় কোন্ কাজে?
উঃ আগুন নেভাতে।
প্রঃ সালফিউরিক অ্যাসিডের অপর নামটি কি?
উঃ অয়েল অফ ভিট্রিওল।
প্রঃ ওয়াটার গ্যাস কিভাবে প্রস্তুত করা যায়?
উঃ শ্বেততপ্ত কোকের (1400°C) ওপর দিয়ে স্টীম চালনা
করলে।
প্রঃ হাইড্রোজেন ও ক্লোরিন কখন HCI গঠন করে?
উঃ সূর্যালোকে যুক্ত হয়ে।
প্রঃ ওয়াটার গ্যাস মূলতঃ কি?
উঃ H2 এবং CO-র সমআয়তন মিশ্রণ।
প্রঃ সমস্ত খনিজ অ্যাসিড-এর প্রত্যেকটিতে কোন্ গ্যাসটির
অস্তিত্ব অবশ্যই থাকবে?
উঃ হাইড্রোজেন।
প্রঃ ওয়াটার গ্যাসের এক আয়তনের সঙ্গে তিন আয়তন
স্টীম মিশিয়ে 400°C উষ্ণতায় উত্তপ্ত করার পর Fe2O3 এবং Cr2O2-এর ওপর দিয়ে চালনা করলে কোন ফল পাওয়া যায়?
উঃ কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়।
প্রঃ সোডিয়াম ও অক্সিজেন ছাড়া আর ওয়াসিং সোডা
প্রস্তুত করতে কি কি উপাদান লাগে?
উঃ হাইড্রোজেন ও কার্বন।
প্রঃ কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা সম্ভব?
উঃ 550°C তাপমাত্রায় এবং 200 বায়ুমণ্ডলের চাপে লৌহচূর্ণকে
অনুঘটক ও মলিবডিনম ধাতুকে উদ্দীপকরূপে ব্যবহার করে হাইড্রোজেন ও নাইট্রোজেন প্রত্যক্ষ
সংযোগ ঘটানোর মাধ্যমে।
প্রঃ তামাকের ভেতরে যে অ্যালকালয়েড (Alkaloid) বিষ
পাওয়া যায়, তার নাম কি?
উঃ নিকোটিন (C10H14N2)
প্রঃ ইউরেনিয়াম এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোন্টি
ভারি, কোন্টি হাল্কা?
উঃ হাইড্রোজেন পরমাণু সবচেয়ে হাল্কা পরমাণু
(1.67×10^-24 গ্রাম) এবং সবচেয়ে ভারী হচ্ছে ইউরেনিয়াম (3.95×10^-22 গ্রাম)।
প্রঃ চার্লস-এর গাণিতিক সূত্রটি কি?
উঃ 0°C উষ্ণতায় আয়তন = V, t°C উষ্ণতায় আয়তন vt
হলে, vt = V. {1+(1/275)}
প্রঃ ৪০% অ্যামোনিয়াম নাইট্রেট এবং 20% TNT দিয়ে।
কোন্ বিস্ফোরক মিশ্রণ তৈরি করা হয়?
উঃ আমাটোল (Amotal) 50% এবং 50% করে মিশিয়েও এই বিস্ফোরক
তৈরি করা হয়।
প্রঃ ভোল্টমিটার কাকে বলে?
উঃ হাইড্রোজেন ক্লোরাইডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের
জলীয় দ্রবণের ভেতর দিয়ে তড়িৎ-প্রবাহ করার সময় দ্রবণটিকে যে পাত্রের মধ্যে নেওয়া
হয়, তাকে ভোল্টামিটার বলে।
প্রঃ কোন পরিস্থিতিতে গ্রাফাইট কার্বন-ডাই-অক্সাইডে
পরিণত হয়?
উঃ গ্রাফাইটকে 700°–750° সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত
করলে গ্রাফাইট জারিত হয়। C + O2 = CO2
প্রঃ ভোল্টামিটারের জলীয় দ্রবণের মধ্যে দুটো প্লাটিনাম
পাত (কপার হলেও অসুবিধে নেই) আংশিকভাবে নিমজ্জিত করে রাখা হয়। এদের একটির সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু যোগ
করা হয়—এর নাম কি?
উঃ অ্যানোড।
প্রঃ পোন্সিলের সীস হিসাবে, গ্রাফাইট ব্যবহৃত হয়
কেন?
উঃ গ্রাফাইট কুচকুচে কালো ও নরম বলে।
প্রঃ ব্যাটারির নেগেটিভ মেরু যে পাতটির মাধ্যমে যুক্ত
থাকে তার নাম কি?
উঃ ক্যাথোড।
প্রঃ কিসের দ্বারা গ্রাফাইটের কেলাস গঠিত হয়?
উঃ কিছু সংখ্যক সমতলীয় কার্বন পরমাণু স্তর দ্বারা।
প্রঃ কোন কোন ধাতু ভোল্টামিটারের তড়িৎ আধানরূপে
ব্যবহৃত হয়?
উঃ কপার, প্লাটিনাম, গ্রানাইট, আয়রন, নিকেল প্রভৃতি।
প্রঃ পজিট্রন কণা অবিষ্কার করেন কে? বর্ণহীন কাবর্ণ
মনোক্সাইড কি নির্বিষ?
উঃ বিজ্ঞানী আন্ডারসন। না, বিষাক্ত।
প্রঃ 2KI + 2Br = (1) 2KCl + Br2, (2) 2KCl + F,
অথবা (iii) 2KBr + I2—কোনটি ঠীকি?
উঃ 2KBr + I2
প্রঃ একই তাপমাত্রা ও চাপে গ্যাসের আপেক্ষিক ঘনত্বের
সূত্র লেখ?
উঃ গ্যাসের বাষ্প ঘনত্ব D =(V আয়তন গ্যাসের ওজন)/(V
আয়তন হাইড্রোজেনের ওজন)
প্রঃ NADN-র পুরো নাম কি?
উঃ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডি-নিউক্লিওটাইড।
প্রঃ নাইট্রিক অক্সাইড-এর সংকেত কি?
উঃ NO
প্রঃ তিনটি ক্ষার লবণের সংকেত কি কি?
উঃ Cu (OH2). Pb (NO3)2 এবং CuCO3
প্রঃ অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
উঃ 6.023×10^23 |
প্রঃ নাইট্রিক অ্যাসিডের সঙ্কেত ও আণবিক গুরুত্ব
কত?
উঃ সঙ্কেত HNO3, আণবিক গুরুত্ব 63।
প্রঃ ইথাইল ক্ষারধর্মী– HBr ও কি ক্ষারধর্মী?
উঃ না (অ্যাসিডধর্মী)।
প্রঃ । ফ্যারাডে কত কুলম্ব?
উঃ 965,000 কুলম্ব।
প্রঃ অ্যাসিড লবণ কি কি?
উঃ NaHC3 এবং NaHSO4
<< আগের পোস্ট | পরবর্তী পোস্ট >>
0 Comments: