
Physical science gk question answers in Bengali part-8 | ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Newtons law gk questions answers in Bengali | নিউটনের গতি সূত্র প্রশ্ন ও উত্তর
প্রঃ ফ্রীজ (রেফ্রিজারেটার)-এ কোন্ পদ্ধতি অনুসারে জিনিসপত্র ঠান্ডা থাকে?
উঃ ফ্রীজের ভেতরে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় যাতে দ্রুত বাষ্পায়ন হয়, আর বাষ্পীভবনের জন্য অত্যাবশ্যক লীনতাপ ফ্রীজের ভেতরের বায়ু এবং জিনিসপত্র থেকে সংগৃহীত হয়। তাই ফ্রীজের ভেতরে জিনিসপত্র ঠান্ডা থাকে।
প্রঃ কোন্ কোন্ বিজয় সমাধানে গতিসূত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে?
উঃ জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা ও কারিগরিবিদ্যা।
প্রঃ কোন্ ধরনের বস্তু অবস্থান পরিবর্তনের চেষ্টাকে বাধাপ্রদান করে?
উঃ বেশি ভরের বস্তু।
প্রঃ নিউটনের প্রথম গতিসূত্রটি থেকে আমরা বস্তু সম্বন্ধে কোন্ বিষয়ে ধারণা নিতে পারি?
উঃ (ক) জাড্য বস্তুর একটি মৌলিক ধর্ম ও (খ) বলের সংজ্ঞা।
প্রঃ জাড্য কয় প্রকার ও কি কি?
উঃ দুই প্রকার (ক) স্থিতি জাড্য ও গতি জাড্য।
প্রঃ নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত কর?
উঃ প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া বর্তমান। ক্রিয়ার বল আর প্রতিক্রিয়ার বল ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়।
প্রঃ নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত কর?
উঃ স্থির বস্তুকে বাইরে থেকে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চিরকাল চলতে থাকে।
প্রঃ বস্তুর জাড্য কাকে বলে?
উঃ পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন স্থির বস্তু আপনা থেকে সচল হয় না অথবা গতিশীল কোনো বস্তু অথবা অধিকতর গতিশীল হয় না।
প্রঃ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত কর?
উঃ কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক ও ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের অভিমুখের একই ক্রিয়ায় ঘটে থাকে।
প্রঃ কোনো বস্তুর জাড্য বেশি আমরা কিভাবে বুঝবো?
উঃ যে বস্তুর ভর বেশি।
প্রঃ স্থিতি জাড্য কাকে বলে?
উঃ স্থির বস্তুর স্থিতাবস্থা অব্যাহত রাখার ধর্ম।
প্রঃ কোনো বিষয়ের ওপর সরণের মান নির্ভরশীল?
উঃ বস্তুটির প্রাথমিক অবস্থা ও চূড়ান্ত অবস্থানের সরল-রৈখিক দূরত্ব।
প্রঃ স্যার অ্যাইজাক নিউটন তাঁর কোন্ গ্রন্থে সর্বপ্রথম তিনটি মৌলিক সূত্রের উল্লেখ করেন?
উঃ প্রিন্সিপিয়া।
প্ৰঃ দ্ৰুতি কি?
উঃ একক সময়ে কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত পথকে।
প্রঃ সরণকে গতিশীলবস্তুর একটি ভৌতরাশি বলা যায় কি?
উঃ হ্যাঁ।
প্রঃ ভরবেগের পরিবর্তনের হারের সূত্রটি বিবৃত কর?
উঃ ভরবেগের পরিবর্তনের হার = চূড়ান্তবেগ-প্রাথমিক বেগ/সময়ের ব্যবধান।
প্রঃ ক্রিয়া বল কাকে বলে?
উঃ একটি বস্তুর ওপর অন্য কোনো বল প্রয়োগ করলে, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়।
প্রঃ গতিজাড্য কাকে বলে?
উঃ গতিশীল বস্তু সমবেগ চিরকাল একই সরলরেখায় থাকার ধর্মকেই গতিজাড্য বলে।
প্রঃ ভরবেগ নির্ণয়ের সূত্র কি?
উঃ ভরবেগ ভর × বেগ x সময়।
প্রঃ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা আর কোন্ সিদ্ধান্তে উপনীত হতে পারি কি?
উঃ কোনো একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার প্রভাবে বস্তুটির ভরবেগ কিরূপ হয় তা জানা সম্ভব হয়।
প্রঃ প্রতিক্রিয়া বল কাকে বলে?
উঃ যে বস্তু বা যার ওপর ক্রিয়াবল প্রয়োগ করলে, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়।
প্রঃ কোনো বস্তুর ভরবেগ কিসের ওপর নির্ভর করে?
উঃ ভর ও বেগ এবং সময়ের ওপর।
প্রঃ ভরবেগ কাকে বলে?
উঃ বেগের সমন্বয়ে গতিশীল কোনো বস্তুতে উদ্ভূত ধর্মকে।
প্রঃ বলের পরিমাপ নির্দেশক সমীকরণ কি?
উঃ P= mf.
প্রঃ শিকারীর বন্দুকের কার্তুজের আঘাতে একটি বাঘ ধরাশায়ী হলো। অল্প ভরসম্পন্ন কার্তুজটির পক্ষে বেশি ভরসম্পন্ন বাঘটিকে ধরাশায়ী করা কি করে সম্ভব হলো?
উঃ কার্তুজের বেগ অত্যন্ত বেশি হওয়ায় সম্মিলিত ভাবে সেটার ভর খুবই বেশি।
প্রঃ ভূ-পৃষ্ঠ থেকে 100 কিমি. ওপরে বায়ুমণ্ডল কি অবস্থায় আছে?
উঃ প্লাজমা অবস্থায়।
প্রঃ সোনার গলনাঙ্ক কত?
উঃ 1040° সেঃ।
প্রঃ জল জমে বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় কিন্তু ঘনত্ব কি বৃদ্ধি পায়?
উঃ না, হ্রাস পায়।
প্রঃ জল ও অ্যামোনিয়াম নাইট্রেটের সর্বনিম্ন উষ্ণতা কত পাওয়া যায়?
উঃ-15° সেঃ।
প্রঃ বরফ-গুঁড়ো ও সোডিয়াম ক্লোরাইডের সর্বনিম্ন উষ্ণতা কত পাওয়া যায়?
উঃ -20° সেঃ।
প্রঃ ক্যালসিয়াম ক্লোরাইড কেলাস ও বরফের মিশ্রণের ওজনের অনুপাত কত?
উঃ 3 : 2.
প্রঃ প্রতিটি ক্রিয়ার জন্যই কি প্রতিক্রিয়া হয়?
উঃ হ্যাঁ।
প্রঃ শীতপ্রধান দেশের পরিবেশের উষ্ণতা কত থাকে?
উঃ 0° সেঃ বা তার চেয়ে কম।
প্রঃ মৃদু উষ্ণতায় তরল পদার্থের ধর্ম কি সাধারণ তরলের মতোই?
উঃ না (সম্পূর্ণ স্বতন্ত্র)।
প্রঃ নদীর জলের তুলনায় সমুদ্রের জলে বরফের অংশ বেশি ডোবে কেন?
উঃ সমুদ্রের জলে লবণ থাকায় নদীর জলের তুলনায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে।
প্রঃ প্রতিক্রিয়া বল কতক্ষণ নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে?
উঃ ক্রিয়াবল যতক্ষণ অব্যাহত থাকে।
প্রঃ প্লাজমা অবস্থায় পদার্থের অধিকাংশ পরমাণু ধনাত্মক নাকি ঋণাত্মক তড়িতাহিত থাকে?
উঃ ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই তড়িতাহিত থাকে।
প্রঃ 22 ঘন সেমি জল জমে কতটুকু পরিমাণ বরফ উৎপন্ন হয়?
উঃ 24 ঘন সেমি।
প্রঃ ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলতে কি বোঝায়, একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
উঃ ধরা যাক, কেউ একটি চৌকিকে সরাতে গিয়ে যেদিকে চৌকিটা সরাতে চাইছে অর্থাৎ তার নিজের দিক একটি বাধা অনুভব করছে অপেক্ষাকৃত বেশি। জোরে ঠেললে চৌকিটা আরও বেশি বল তার ওপর প্রয়োগ করবে। টেবিলের ওপর হাতের সাহায্যে যে বল প্রয়োগ করছে তাই ক্রিয়াবল। আর চৌকি তার হাতে যে বল প্রয়োগ করছে সে বিপরীতমুখী বলই প্রতিক্রিয়া।
প্রঃ ক্রিয়াবলের একটি উদাহরণ দাও।
উঃ মনে করা যাক, ছাদের ওপর একটি জলাধার আছে। জলাধারটির ছাদের ওপর অর্থাৎ নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রে দিকে) যে বল প্রয়োগ করে।
প্রঃ হিমমিশ্র গঠনের উপায় কি?
উঃ কঠিন পদার্থের নির্দিষ্ট ওজন অনুপাতে খাদ ধর্মাশ্রয়ে বিভিন্ন উষ্ণতা প্রয়োগ করে।
প্রঃ অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম সালফেটের ওজনের অনুপাত কত?
উঃ 5:6.
প্রঃ সোনার সঙ্গে খাদ মেশানো থাকলে গলাঙ্ক বৃদ্ধি পায় না হ্রাস পায় কোন্টি ঠিক?
উঃ হ্রাস পায়।
প্রঃ জমানো কার্বন ডাই-অক্সাইড ও ইথারের মিশ্রণের সর্বনিম্ন কত উষ্ণতা পাওয়া যায়?
উঃ - 77° সেঃ।
প্রঃ ক্যালসিয়াম ক্লোরাইড কেলাস ও বরফের মিশ্রণের সর্বনিম্ন উষ্ণতা কত পাওয়া যায়?
উঃ -20° সেঃ।
প্রঃ বরফের ওজনের এক-তৃতীয়াংশের লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি করলে তার গড় উষ্ণতা কত হবে?
উঃ প্রায় -23° সেঃ।
প্রঃ হিমমিশ্র বলতে কোন্ মিশ্রণকে বোঝানো হয়?
উঃ কঠিন পদার্থের সঙ্গে অপদ্রব্য মিশিয়ে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার যে মিশ্রণ সৃষ্টি করা সম্ভব তারা হিমমিশ্র বলে পরিচিত।
প্রঃ জল ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণের ওজনের অনুপাত কত?
উঃ 1 : 1.
প্রঃ অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম সালফেটের মিশ্রণের সর্বনিম্ন উষ্ণতা কত পাওয়া যায়?
উঃ -17° সেঃ।
প্রঃ বরফগুঁড়ো ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণের ওজনের অনুপাত কত?
উঃ 9 : 1.
প্রঃ দার্জিলিংয়ে জল ফুটতে কত ডিগ্রী উষ্ণতার প্রয়োজন?
উঃ 98.6° সেঃ।
প্রঃ ঊর্ধ্বপাতনের লীনতাপ বলতে কি বোঝ?
উঃ একক ভরের কর্পূর, নিশাদল প্রভৃতি কঠিন পদার্থ যে পরিমাণ তাপ শক্তি গ্রহণের মাধ্যমে বাষ্পে ঊর্ধ্বপতিত হয়।
প্রঃ ঘনীভবনের লীনতাপ কাকে বলে?
উঃ একক ভরের যে পরিমাণ তাপ বর্জনের মাধ্যমে অপরিবর্তন উষ্ণতার তরলে পরিণত হয় তা-ই এই তরলের ঘনীভবনের লীনতাপ।
প্রঃ বরফগুঁড়ো ও লবণের হিমমিশ্র কোন্ কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
উঃ মাছ-মাংস যাতে কিছু সময় অক্ষত থাকে, পচে গলে না যায়।
প্রঃ সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিমি উঁচুতে উঠলে বায়ুর চাপ কত হ্রাস পায়?
উঃ প্রায় 85 মিমি (পারদস্তম্ভ)।
প্রঃ গ্রীষ্মের দুপুরে কুকুর জিভ বের করে হাঁপায়-এর স্বপক্ষে যুক্তি দাও।
উঃ লোমে ঢাকার দরুণ কুকুরে শরীর থেকে ঘাম বেরোতে পারে না। তাই ঘামের বাষ্পায়নের মাধ্যমে তাদের শরীর ঠান্ডা হতে পারে না, জিভ বের করে হাঁপাবার সময় জিভের জলে বাষ্পায়ন হতে থাকে। আর বাষ্পায়নের জন্য অত্যাবশ্যক লীনতাপ কুকুরের শরীর সরবরাহ করে বলে কুকুর স্বস্তি বোধ করে।
প্রঃ উপরোক্ত উচ্চতার জন্য জলের স্ফুটনাঙ্ক কত হ্রাস পায়?
উঃ প্রায় 3.1° সেঃ।
প্রঃ কোনো একটি পদার্থের লীনতাপ গ্রহণ বা বর্জনের সময় থার্মোমিটারের পারদস্তম্ভ ওঠা-নামা করে কি?
উঃ না।
0 Comments: