
Top 85+ Physical science gk question answers part-2 | ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Atom, Sound and Simple Harmonic Motion Question Answers in Bengali | পরমানু, শব্দ ও সরল দোল গতির প্রশ্ন উত্তর
প্রঃ 1 গ্যালন = কত লিটার?
উঃ 4.54 লিটার।
প্রঃ 1 পারসেক = কত কিমি?
উঃ 30.84×10^12 কিমি।
প্রঃ পৃথিবী ও চাঁদের মধ্যে গড় দূরত্ব কত?
উঃ 3.8×10^10 সেমি।
প্রঃ কোথাকার সময় পৃথিবীর প্রমাণ সময় বলে বিবেচিত করা হয়?
উঃ গ্রীণিচ মানমন্দিরের সময়কে।
প্রঃ একটি পেনসিলিন অণুর ভর কত?
উঃ 5.00×10^-14 গ্রাম।
প্রঃ একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ভর ও উচ্চতা কত হওয়া বাঞ্ছনীয়?
উঃ 7.00×10^14 গ্রাম উচ্চতা 1.8×10^2 সেমি।
প্রঃ প্রোটনের ব্যাসার্ধ কত?
উঃ 1.2×10^-13 সেমি।
প্রঃ ইলেকট্রনের ব্যাসার্ধ কত?
উঃ 10^-14 সেমি।
প্রঃ স্প্রিংযুক্ত ঘড়ি কে আবিষ্কার করে সাড়া ফেলে দেন?
উঃ বরাট ক্যুক।
প্রঃ 40 সেঃ উষ্ণতায় 1.000028 ঘন সেমি. জলের ভর কত?
উঃ 1 গ্রাম।
প্রঃ কোন্ সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়, “সরল দোলগতির দোলনকাল ও দুইটি দশা সমান”?
উঃ X^2 = a sin(wt)
প্রঃ দোলক ঘড়ির দোলকের দোলনকাল কত?
উঃ 2 সেকেন্ড।
প্রঃ একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত?
উঃ 5.0×10^-9 সেমি।
প্রঃ দোলকের গতি সম্পর্কিত সূত্র কে আবিষ্কার করেন? কবে?
উঃ বিজ্ঞানী গ্যালিলিও। 1585 সালে।
প্রঃ তরল পদার্থের আয়তন বলতে আমরা কি বুঝি?
উঃ তরল পদার্থটি কি আয়তনের তরল বায়বীয় পদার্থ অপসারিত করছে সেই আয়তনকে বোঝায়।
প্রঃ নিউক্লিয়াসের ব্যাস
উঃ 10^-12 সেমি।
প্রঃ প্রোটনের ব্যাসার্ধ কত?
উঃ 1.2×10^-13 সেমি।
প্রঃ বর্তমানে কোন্ ঘড়ির ব্যবহার সর্বাধিক?
উঃ ইলেকট্রনিক ডিজিট্যাল ঘড়ি।
প্রঃ সূর্যঘড়ির আবিষ্কর্তা কে?
উঃ স্যার আইজ্যাক নিউটন।
প্রঃ পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত?
উঃ 1.49×10^13 সেমি।
প্রঃ বিজ্ঞানী গ্যালিলিও-র যুগান্তকারী আবিষ্কার কি?
উঃ দূরবীণ যন্ত্র আবিষ্কার।
প্রঃ দোলক ঘড়ি কে আবিষ্কার করে ঘড়ি শিল্পের উন্নতি সাধন করেন? কবে?
উঃ বিজ্ঞানী হয়গেন্স। 1648 সালে।
প্রঃ দোলকের কম্পাঙ্ক কাকে বলে?
উঃ এক সেকেন্ড দোলক যে কয়বার পূর্ণ দোলন সম্পন্ন করে সে সংখ্যাকে দোলকের কম্পাঙ্ক বলে।
প্রঃ উক্ত নিষেধাজ্ঞা জারি করা হয় কোন্ কারণের জন্য?
উঃ শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপে নির্দিষ্ট কম্পাঙ্ক সম্পন্ন কম্পনের উদ্ভব হয় ফলে সেতুটি দুলতে থাকবে, হুড়মুড় করে ভেঙে পড়াও অসম্ভব নয়।
প্রঃ উপাং দোলগতির দুইটি দশা যদি বিপরীত থাকে তবে কোন্ সমীকরণ প্রয়োগ করতে হয়?
উঃ X^2 = b sin(wt)
প্রঃ সেতার, গীটার, বেহালা, এসরাজ ও একতারা প্রভৃতি থেকে নিঃসৃত সুর কোন কম্পনের সাহায্যে তীব্র থেকে তীব্রতর হয়?
উঃ পরবশ কম্পন।
প্রঃ কোনো সেতুর ওপর দিয়ে যাবার সময় সেনাবাহিনীর ওপর কোন্ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়?
উঃ শৃঙ্খলাবদ্ধ ভাবে পা চালিয়ে চলতে।
প্রঃ সরল দোলক কাকে বলে?
উঃ অপ্রসার্য এক গাছ হালকা সুতো দিয়ে একটি ক্ষুদ্র ভারি বস্তুকে ঝুলিয়ে দিলে তাই সরল দোলক।
প্রঃ উক্ত বাদ্যযন্ত্রগুলি কিভাবে তিব্র শব্দের উদ্ভব ঘটায়?
উঃ যন্ত্রগুলির অভ্যন্তরস্থ বায়ুর স্বাভাবিক কম্পাঙ্ক যন্ত্র থেকে উদগত শব্দের কম্পাঙ্কের সমান হলে অনুনাদ ঘটবে, শব্দ তীব্রতর হবে।
প্রঃ উক্ত যন্ত্রগুলির কম্পন কেন তীব্রতর হয়?
উঃ যন্ত্রগুলি বায়ুপূর্ণ ফাঁপা কাঠের পেটির ওপর বসানো থাকে। তারের কম্পন কাঠের পেটি এবং ভেতরের বায়ু মাধ্যমে সঞ্চালিত হয়ে পবেশ কম্পনের দ্বারা শব্দ তীব্রতর হয়।
প্রঃ কোন্ নীতি অবলম্বন করে কোন্ যন্ত্রের সাহায্যে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের ধ্বনিকে তীব্রতর করা সম্ভব?
উঃ অনুনাদের নীতি হেলমহোলটজের অনুনাদক যন্ত্র।
প্রঃ দোলনকালের সূত্রটি কি?
উঃ T=2n [L [L= ভরের জন্য সুতোর ৪ দৈর্ঘ্য বৃদ্ধি]
প্রঃ কোন্ স্প্রিং-এর দোলনকাল কিসের ওপর নির্ভর করে?
উঃ (ক) স্প্রিং-এর সঙ্গে যুক্ত ভর।
(খ) স্প্রিং এর বল ধ্রুবকের ওপর।
প্রঃ তবলা, খোল, ঢোলক, বাঁশি, ঢাক প্রভৃতির ভেতর ফাঁপা করা হয় কেন?
উঃ পরবশ কম্পন সৃষ্টির ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়।
প্রঃ খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করতে কোনো কম্পনের সাহায্য নেওয়া হয়?
উঃ স্বরকম্প।
প্রঃ 0°C উষ্ণ বায়ুতে শব্দের গতিবেগ 1120 ফুট/সেকেন্ড, 15°C-এর শব্দের গতিবেগ কত হবে?
উঃ 1°C তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পাবে = 2 ফুট/ সেকেন্ড।
.:. 15°C তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের বেগের বৃদ্ধি পাবে = 15×2= 30 ফুট/সেকেন্ড।
.:. 15°C উষ্ণ বায়ুতে শব্দের গতিবেগ =1120 + 30 = 1150 ফুট/সেকেন্ড।
প্রঃ 0°C তাপমাত্রায় লোহা জল এবং শুষ্ক বায়ু মাধ্যমের মধ্যে শব্দের বেগ কার কত?
উঃ বায়ুর তুলনায় লোহার শব্দের গতিবেগ 14 গুণ বেশি অর্থাৎ লোহার গতিবেগ 5000 মিটার/সেকেন্ড। শুষ্ক বায়ুর তুলনায় জলের মধ্যে শব্দের গতিবেগ প্রায় তার 4 গুণ অর্থাৎ জলমাধ্যমে শব্দের গতিবেগ প্রায় 1430 মিটার/সেকেন্ড। শুষ্ক বায়ুতে শব্দের গতিবেগ প্রায় 332 মিটার/সেকেন্ড।
প্রঃ 1/10 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করতে পারে?
উঃ 10/1120 ফুট (শব্দের বেগ সেকেন্ডে 1120 ফুট ধরে)।
প্রঃ শব্দের সৃষ্টি কিভাবে ঘটে?
উঃ কোনো বস্তু কম্পিত হলে শব্দের সৃষ্টি ঘটে।
প্রঃ তরল ও গ্যাস মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গে গতিবেগের সূত্রানুযায়ী V=?
উঃ V = _/E/P [P = মাধ্যমের ঘনত্ব, E মাধ্যমের আয়ত গুণাঙ্ক]
প্রঃ কঠিন মাধ্যমে অনু দৈর্ঘ্য তরঙ্গে গোতিবেগের ক্ষেত্রে V=?
উঃ V = _/V/P [V = মাধ্যমে ইয়ং গুণাঙ্ক]।
প্রঃ শব্দনিবন্ধের সময়ের পরিমাণ কত?
উঃ 1/10 সেকেন্ড।
প্রঃ শব্দনিবন্ধ বলতে কি বোঝায়?
উঃ কোন শব্দ কানে পৌঁছালে তা বেশ কিছু সময় ধরে কানে স্থায়িত্ব লাভ করে—এই শব্দকে শব্দনিবন্ধ বলে।
প্রঃ আলোক তরঙ্গের দৈর্ঘ্য মোটামুটি কত?
উঃ প্রায় 4×10^-5 সেমি থেকে 8×10^-5 সেমি পর্যন্ত।
প্রঃ সরল দোলগতিতে সরণ ও ত্বরনের মধ্যে দশা পার্থক্য কত?
উঃ 180°।
প্রঃ ভারতের পারমাণবিক শক্তি কমিশনের পদে প্রথম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? কবে?
উঃ হোমি জাহাঙ্গীর ভাবা। 1948 সালে।
প্রঃ কম্পনের শ্রেণী বিভাগ কয়টি ও কি কি?
উঃ দুইটি। (ক) অনুদৈর্ঘ্য এবং (খ) অনুপ্রস্থ কম্পন।
প্রঃ শব্দের তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের পরিমাপ করত কোন্ যন্ত্রের সাহায্য নিতে হয়?
উঃ সি-বেকের সাইরেন।
প্রঃ বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা কে?
উঃ সত্যেন্দ্রনাথ বসু।
প্রঃ কোন্ তত্ত্ব প্রকাশের মাধ্যমে হোমি জাহাঙ্গীর ভাবা জগৎ বিখ্যাত হন? সূত্রটি কোন্ সম্পর্কিত?
উঃ ক্যাসকেড তত্ত্ব মহাজাগতিক রশ্মি সম্পর্কিত।
প্রঃ বায়ুমাধ্যমে শব্দের গতিবেগ সেকেন্ডে কত মাইল?
উঃ প্রতি সেকেন্ডে প্রায় =1/5 মাইল।
প্রঃ সরল দোলগতিতে সরণ এবং গতিবেগের মধ্যে দশা-পার্থক্য কত?
উঃ 90°
প্রঃ তরঙ্গগতি কি?
উঃ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যে পদ্ধতির দ্বারা সঞ্চালিত হয় তা-ই তরঙ্গগতি।
প্রঃ সূর্যের উপরের উষ্ণতা কত? সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত?
উঃ 6000°C এবং সূর্যের কেন্দ্রের উষ্ণতা 2 কোটি ডিগ্রী সেলসিয়াসের বেশি।
প্রঃ ডক্টর মেঘনাথ সাহা সূর্যের বর্ণালী বিশ্লেষণ করে কোন্ তত্ত্ব প্রকাশ করেন? তিনি কোন্ বৃত্তি লাভ করেছিলেন?
উঃ থার্মাল আইয়োনাইজেশন্ তত্ত্ব। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি।
প্রঃ শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে শব্দের বেগ কখন বেশি হবে? কারণ কি?
উঃ গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়ে তাই।
প্রঃ “সাহা ইনস্টিটিউট অব্ নিউক্লিয়ার ফিজিক্স” কে প্রতিষ্ঠা করেন? কোথায়?
উঃ ডক্টর মেঘনাদ সাহা। কলকাতায়।
প্রঃ কোন বিজ্ঞানী পরীক্ষার সাহায্যে শব্দের বেগ পরীক্ষা করে দেখান এবং কবে?
উঃ বিজ্ঞানী অ্যারাগা, 1829 সালে।
প্রঃ মহাকর্ষ সূত্র এবং গতি সূত্রের আবিষ্কর্তা কে?
উঃ স্যার আইজ্যাক নিউটন।
প্রঃ বাষ্পীভবন ও স্ফুটনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য কি?
উঃ স্ফুটন বাষ্পীভবনের চেয়ে দ্রুত প্রক্রিয়া। একটি নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট চাপে স্ফুটন সম্ভব কিন্তু যে কোনো উষ্ণতারই বাষ্পীভবন সম্ভব। আর স্ফুটন কালে শব্দের সৃষ্টি হয়, কিন্তু বাষ্পীভবনে কোনোরকম শব্দের সৃষ্টি হয় না।
বিজ্ঞানের মক টেস্ট দিন
0 Comments: