ইথাইল অ্যালকোহল | গালা, রজন, রবার, সুগন্ধী দ্রব্য, স্পিরিট, রং, টনিক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। |
ইথিলিন | কৃত্রিম রাবার, ফল সংরক্ষণে, কাঁচা ফল পাকাতে, পলিথিন ও চেতনানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। |
মিথেন (মার্স গ্যাস ও আলেয়ার আলো) | তাপ উৎপাদক জ্বালানি, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করতে, কার্বন ব্ল্যাক, গ্রামোফোনের রেকর্ড, জুতোর কালি,রবার,ছাপার কালি ও পেন্ট প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। |
ভিনিগার (অ্যাসিটিক অ্যাসিড) | অ্যাসপিরিন, সাদা রঙ প্রস্তুতিতে, মাছ-মাংস সংরক্ষণে, রবার ঘন করতে ব্যবহার করা হয়। |
ন্যাপথালিন | নীল রঙ তৈরিতে, রঙ তৈরিতে ও জীবানুনাশক হিসাবে ব্যবহার করা হয়। |
অ্যাসিটিলিন | কৃত্রিম রবার, প্লাস্টিক, ঝালাই, কাটাই হিসাবে ও ইথাইল অ্যালকোহল, বেঞ্জিন ও অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়| |
গ্লিসারিন/গ্লিসারল | জুতোর কালি, ছাপার কালি, ডিনামাইটে বিস্ফোরক দ্রব্য, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। |
ইউরিয়া | কালাজ্বরের ওষুধ ঘুমের ওষুধ প্রস্তুত করতে। |
ফেনল (কার্বলিক অ্যাসিড) | ছত্রাক ধ্বংস করে, পাইল, ফটোশিল্পে এবং সাপ এই গন্ধ সহ্য করতে পারে না। |
ক্লোরোফর্ম | রবার, চর্বি, তেল, মোম, চেতনা নাশক, ড্রাই ওয়াসে, পচনশীল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে ব্যবহার করা হয়। |
0 Comments: