প্রথম প্রস্তাবনা | ১৮৩২ সালে মাদ্রাজে। |
ভারতের প্রথম রেলযাত্রা | ১৬ এপ্রিল, ১৮৫৩ সালে বোম্বে থেকে ৪০০ জন যাত্রী নিয়ে (৩৪ কিমি) তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি যাত্রা করেন। ইঞ্জিনগুলির নাম ছিল— সাহিব, সিন্ধ, সুলতান। |
ভারতীয় রেলওয়ে জাতীয়করণ হয় | ১৯৫১ সালে। |
ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা | ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ (প্রথম তিনটি দেশ হল যথাক্রমে— আমেরিকা, চিন ও রাশিয়া) |
ভারতীয় রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার বৈদ্যুতিকরণ | ভারতীয় রেল বৈদ্যুতিকরণে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে (প্রথম রাশিয়া) |
ট্র্যাকগেজ | ব্রডগেজ (১৬৭৬ মিমি), মিটারগেজ (১০০০ মিমি), ন্যারোগেজ (৭৬২ ও ৬১০ মিমি)। |
রেলপথের মোট দৈর্ঘ্য | প্রায় ৬৫,০০০ কিমি। |
হেড কোয়ার্টার | নিউ দিল্লি। |
মোট স্টেশন | প্রায় ৭,৮০০ টি। |
ভারতবর্ষে দৈনিক ট্রেনে যাতায়াত করেন | প্রায় ২.৩ কোটি যাত্রী। |
ভারতবর্ষে প্রথম টাইম টেবিলের নক্সা তৈরি করেন | জর্জ ব্র্যাড শ। |
ভারতবর্ষের সর্ববৃহৎ রেল জংশন | মথুরা। |
প্রথম রেলওয়ে ব্রিজ | ১৮৫৪ সালে মুম্বাই-থানে রুটে 'ধাপুরিয়া ভায়াডাক্ট' ব্রিজ। |
প্রথম রেলওয়ে টানেল | মুম্বাইয়ের পার্সিক টানেল |
প্রথম পাতাল (মেট্রো) রেল | ২৪ অক্টোবর, ১৯৮৪ সালে কলকাতা মেট্রো। |
দ্রুতগামী ট্রেন | নিউ দিল্লি থেকে আগ্রা গতিমান এক্সপ্রেস (১৬০ কিমি/ঘন্টা)। |
প্রথম বৈদ্যুতিক ট্রেন | ৩ ফেব্রুয়ারি ১৯২৫ সালে ভিক্টোরিয়া টার্মিনাস (বোম্বে) থেকে কুরলা (৯.৫ মাইল) |
দীর্ঘতম নামের স্টেশন | ভেঙ্কটনরসীমারাজুভারিপেটা (আরাক্কোনামরেনিগুন্টা সেকশন), চেন্নাইয়ের নিকট। |
ক্ষুদ্রতম নামের স্টেশন | ইব (Ib) (ওড়িশা) এবং ওডি (Od) (গুজরাট) |
উচ্চতম রেলস্টেশন | ঘুম, উচ্চতা ৭,৪০৭ ফুট (পশ্চিমবঙ্গ) |
পুরাতন ডাইনিং কার | বোম্বে-পুনে ডেকান কুইন। |
সর্বাধিক দূরত্ব অতিক্রান্ত ট্রেন | বিবেক এক্সপ্রেস (৪,২৮৬ কিমি), সাপ্তাহিক (অসমের ডিব্ৰুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী ) |
সর্বনিম্ন দূরত্ব অতিক্রান্ত ট্রেন | মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি (৩ কিমি) |
রেলওয়ে বোর্ড গঠিত হয় | ১৯০৫ সালে |
সর্বাধিক দূরত্ব অতিক্রান্ত দৈনিক ট্রেন | কেরালা এক্সপ্রেস (ত্রিবান্দ্রম থেকে নতুন দিল্লি) (৩, ০৫৪ কিমি) |
দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম | উত্তরপ্রদেশের গোরক্ষপুর (১,৩৬৬.৩৩ মিটার/৪,৪৪৮ ফুট) |
উচ্চতম রেল সেতু | জম্মু ও কাশ্মীরের গম্ভীরখাদ সেতু (জম্মু তাওয়াই এবং উধমপুরের মধ্যে) ৭৭ মিঃ। |
দীর্ঘতম রেলওয়ে ব্রিজ | ইন্দাপল্লি রেলওয়ে স্টেশন থেকে আইসিটিটি, ৪ কিমি। |
দীর্ঘতম টানেল | কঙ্কন রেলওয়ের করবুদে টানেল (৬.৫ কিমি) |
পুরাতন সংরক্ষিত রেলইঞ্জিন | ফেয়ারি কুইন (রানী) (১৮৫৫ খ্রিঃ) |
তিনটি রেলগেজ বিশিষ্ট স্টেশন | পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি। |
মোট রেলকর্মীর সংখ্যা | প্রায় ১৬ লক্ষ কর্মী (চাকরিরত কর্মীর সংখ্যা পৃথিবীতে চতুর্থ) |
স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী | ডঃ জন মাথাই (স্বাধীনতার পূর্বে ছিলেন আসফ আলি |
পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী | আবু বরকত আলি গনিখান চৌধুরী (২ সেপ্টেম্বর ১৯৮২ সালে) |
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ (১৩ অক্টোবর, ১৯৯৯ সালে) |
ভারতের প্রথম মনোরেল | মুম্বাই (২ ফেব্রুয়ারি, ২০১৪ সালে) |
ভারতীয় রেলের ম্যাসকট | ১৬ এপ্রিল, ২০০২ সালে 'ভলু দ্য গার্ড' (১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে)। |
ভারতীয় রেলের প্রথম টাইমটেবিল ব্যবস্থা চালু হয়। | ১৮৫৩ সালে সেন্ট্রাল ইন্ডিয়ায়। |
প্রথম মহিলা স্পেশাল ট্রেন | পশ্চিম রেলে চার্চগেট ও ভিরার মধ্যে (পৃথিবীতে সপ্তম) |
একই শহরে রেলের তিনটি পৃথক জোনের সদর দপ্তর | কলকাতা (পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেল)। |
ভারতের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন | রাজধানী এক্সপ্রেস। নতুন দিল্লি থেকে হাওড়া। ১৯৬৯/ সালের ১মার্চ এই ট্রেন চালু হয়। |
ভারতের প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন | পিঙ্ক সিটি এক্সপ্রেস। নতুন দিল্লি থেকে জয়পুর। ১৯৮১/ সালের ১৭ অক্টোবর এই ট্রেন চালু হয়। |
ভারতবর্ষের বৃহত্তম ট্রেন | প্রয়াগরাজ এক্সপ্রেস। এই ট্রেনটি ২৬ কোচ বিশিষ্ট।নতুন দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে এটি যাতায়াত করে। |
সর্বোচ্চ ব্রডগেজ রেলওয়ে স্টেশন। | অন্ধ্রপ্রদেশের শিমিলিগুড়া (সমুদ্রতল থেকে ১৯৬মিটার উচ্চতায়)। |
প্রথম ওয়াই-ফাই প্রযুক্তি সম্পন্ন রেলস্টেশন | নিউ দিল্লি (২৯ জুলাই, ২০১৩ সালে) |
রেলের বৃহত্তম জোন | নর্দান রেলওয়ে জোন— নিউদিল্লি। |
রেলের ক্ষুদ্রতম জোন | উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে হেডকোয়ার্টার গুয়াহাটি |
দীর্ঘতম রেলওয়ে কমপ্লেক্স | হাওড়া স্টেশন (২৩টি প্ল্যাটফর্ম ও ২৬টি ট্র্যাক) |
প্রথম ডবলডেকার ট্রেন | ফ্লাইং কুইন (২০০৫ সালে চালু হয়)। |
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট | ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে| |
রাজ্যসীমানায় স্টেশন | নভপুর (মহারাষ্ট্র এবং গুজরাট), ভবানি মান্ডি (মধ্যপ্রদেশ ও রাজস্থান) |
সবচেয়ে উত্তরের রেলস্টেশন | জম্মু ও কাশ্মীরের বারামুলা স্টেশন। |
সবচেয়ে পশ্চিমে অবস্থিত রেলস্টেশন | গুজরাটের নালিয়া। |
সবচেয়ে দক্ষিণে অবস্থিত রেলস্টেশন | তামিলনাড়ুর কন্যাকুমারী। |
সবচেয়ে পূর্বে অবস্থিত রেলস্টেশন | আসামের লিডো (তিনসুকিয়া) |
দুটি স্টেশনের মধ্যে সবচেয়ে কম দূরত্ব | সাফিলগুড়া এবং দয়ানন্দ নগর স্টেশন, সেকেন্দ্রাবাদ (১৭০ মিটার দূরত্ব) |
সর্বাধিক রাজ্যের মধ্যে অতিক্রান্ত ট্রেন | নবযুগ এক্সপ্রেস (ম্যাঙ্গালোর থেকে জম্মু তাওয়াই) (১৩টি রাজ্য) |
সবচেয়ে বেশি হল্ট আছে | হাওড়া অমৃতসর এক্সপ্রেস (১১৫ হল্ট) |
রেলের মাধ্যমে বহন হয় | প্রায় ১ কোটি ১০ লক্ষ যাত্রী এবং ১০ লক্ষ টন মালপত্র |
দৈনিক ট্রেন চলাচল করে। | প্রায় ১০,০০০টি। |
সর্বাধিক জোন অতিক্রান্ত ট্রেন | রাপ্তীসাগর সুপারফাস্ট এক্সপ্রেস (৮টি জোন) (এর্নাকুলাম থেকে বারাউনি) |
ভারতে প্রথম ডবল ডেকার AC ট্রেন চালু হয় | নভেম্বর ২০১০ |
ভারতের প্রথম লাক্সারী ট্রেন | 'The Palace of Whiles' চালু হয় ১৯৬২ সালে। |
ইউনিগেজ প্রজেক্ট | এই প্রজেক্ট মারফৎ সমস্ত রেললাইনকে ব্রডগেজ রেললাইনে পরিবর্তিত করা হবে। |
RVNL এর পুরো কথা | Rail Vikas Nigam Limited. |
ভারতে বর্তমানে মোট 'রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড | ১৮টি। |
IRITM এর পুরো অর্থ | Indian Railways Institute of Transport Management |
পশ্চিমবঙ্গের রেলের প্রথম মহিলা (EMU) ট্রেন চালক | প্রীতি কুমারী। |
চারদিকে রেললাইন বেষ্টিত প্ল্যাটফর্ম হল। | আইল্যান্ড প্লাটফর্ম। |
ভারতে রেললাইন স্থাপন ও চালু হয় | লর্ড ডালহৌসির আমলে। |
এমন স্টেশন যেখানে গিয়ে কোনো রেললাইন শেষ হয়ে যায় তাকে বলে | প্রান্তিক স্টেশন / টার্মিনাল স্টেশন |
রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত | গুজরাটের ভাদোদরা। |
লাইফলাইন এক্সপ্রেস হল | চলমান রেল হাসপাতাল (১৬ জুলাই ১৯৯১ চালু হয়)। |
ভারত ও পাকিস্তানের মধ্যে যে যে ট্রেন চলাচল করে | সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস। |
ভারতবর্ষে প্রথম মনোরেল চালু হয় | সরহিন্দ থেকে আলমপুর এবং ভবানীমান্ডি থেকে পাতিয়ালা পর্যন্ত। |
ভারতবর্ষে প্রথম কম্পিউটার চালিত রিজার্ভভেশন ব্যবস্থা চালু হয় | ২০০২ সালে নতুন দিল্লিতে |
ভারতীয় রেলওয়ে বোর্ডের এক্স-অফিসিও পায় চেয়ারম্যান | রেল মন্ত্রকের প্রধান সচিব। |
গীতাঞ্জলি এক্সপ্রেস চলে | হাওড়া-মুম্বাই এবং অগাস্টক্রান্তি এক্সপ্রেস চলে দিল্লি-মুম্বাই। |
প্রথম রেল কর্তৃপক্ষ কম্পিউটার পরিচালিত আসন সংরক্ষণ ব্যবস্থা | দিল্লিতে চালু হয়। |
ভারতীয় রেলের গবেষণা ও উন্নয়ন শাখা | লক্ষ্ণৌতে অবস্থিত। |
রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন | জর্জ স্টিফেনসন। |
কলকাতার মেট্রো স্টেশনের নাম | টালিগঞ্জ স্টেশনটির নাম বদলে। 'মহানায়ক উত্তমকুমার স্টেশন' |
প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয় | লন্ডনে। |
বাংলায় প্রথম ট্রেন চলাচল করে | ১৫ আগস্ট, ১৮৫৪, হাওড়া-হুগলি। |
রেল সর্বাধিক আয় করে | মাল পরিবহণে (যাত্রী পরিবহনে নয়)। |
অ্যাকওয়ার্থ কমিটি | ভারতীয় রেলপথের অগ্রগতির পর্যালোচনা ও রেলপথের প্রসার ও উন্নয়নের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল। |
ভারতে প্রথম মহিলা স্পেশাল ট্রেন | পশ্চিম রেলওয়ে জোনে চালু হয়। |
রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড নিয়ে ভারতীয় রেলে অন্তর্ভুক্ত নতুন ট্রেন | সংস্কৃতি এক্সপ্রেস |
বিশ্বের প্রাচিনতম স্টিম ইঞ্জিনের নাম | ফেয়ারি কুইন (Fairy Queen)। |
মেট্রোরেলে বায়ু শোধনের জন্য ব্যবহৃত হয় | হাইড্রোজেন পার-অক্সাইড। |
শতাব্দী এক্সপ্রেস ট্রেনটির নামকরণ করা হয় | ভারতের জাতীয় কংগ্রেসের শতবর্ষের নামে। |
ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম | গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), ১৩০০ মি (দ্বিতীয়— কেরালার কোল্লাম ১১৮০.৫ মিঃ, তৃতীয়— পশ্চিমবঙ্গের খড়্গপুর ১০৭২মিঃ) |
সর্বাধিক টানেলযুক্ত রেলওয়ে ডিভিসন | নর্দান রেলওয়ের কালকা-সিমলা ডিভিসন। ১০১টি টানেল রয়েছে। |
লোকোমোটিভের প্রতিষ্ঠাতা | জর্জ স্টিফেনসন। |
ভারতবর্ষে রেলওয়ে সপ্তাহ উদযাপিত হয় | ১০-১৬ এপ্রিল। |
প্রথম ভারতীয় পর্যটক রেল | প্যালেস অন হুইলস্। ১৯৮২ সালে দিল্লি থেকেজয়পুর পর্যন্ত। |
দ্রুততম ট্রেন (শতাব্দী এক্সপ্রেস) চালু হয় | ১৯৮৮ সালে। |
রেলের প্রথম মিউজিয়াম স্থাপিত হয় | দিল্লিতে। |
আগস্ট ক্রান্তি এক্সপ্রেস চলাচল করে | দিল্লি-মুম্বাই। |
ভারতের প্রথম রেল কোম্পানির নাম | গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি (GIPR), (প্রতিষ্ঠিত হয় আগস্ট, ১৮৪৯)। |
Indian Railway Institute of Civil Engineering Institute অবস্থিত | পুনেতে। |
পূর্ব রেলওয়ে গঠিত | চারটি ডিভিশন নিয়ে— হাওড়া, মালদা, শিয়ালদহ ও আসানসোল। |
NMR এর পুরো কথা | Nilgiri Mountain Railway. |
কলকাতায় প্রথম মেট্রোরেল চলেছিল। | ১৯৮৪ সালে, তখন ট্রেনে কোচ বা বগি ছিল ৪টি : |
ভারতের 'রেলওয়ে বাজেট' সাধারণ বাজেটের থেকে আলাদা করা হয় | ১৯২৪-২৫ সালে। |
পূর্ব ভারতের ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগরক্ষাকারী একমাত্র আন্তর্জাতিক ট্রেনটি ছাড়ে | কলকাতা স্টেশন (মৈত্রী এক্সপ্রেস) থেকে। |
প্রথম মন্ত্রী ভারতের রেল বাজেট পেশ করেন | জন মাথাই। |
পৃথিবীতে প্রথম পাতালরেল চালু হয় | ১৮৬৩ (১০ জানুয়ারি, লন্ডনে)। |
দিল্লিতে মেট্রোরেল ব্যবস্থা চালু হয় | ২০০২ সালে। |
ভারতের সবথেকে পশ্চিম প্রান্তের রেলস্টেশন | পশ্চিমপ্রান্তের রেলস্টেশন— উখা। |
রাজস্থানের ঐতিহাসিক স্থান সমূহ দর্শনের জন্য সর্বপ্রথম রেল কর্তৃপক্ষ কর্তৃক বিলাস বহুল ট্রেনটির নাম | প্যালেস অন হুইলস্ |
ভাস্কো-দা-গামা নামক রেলস্টেশনটি রয়েছে | গোয়ায় |
যে রাজ্যে কোনো রেলপথ নেই | মেঘালয়ে |
ভারতের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান | ভারতীয় রেল। |
বিভিন্ন রেলজোনের প্রধান | জেনারেল ম্যানেজার (G.M)। |
যে শহরে ভারতীয় রেলের দুটি পৃথক জোন অবস্থিত | কলকাতা |
পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে পথ | ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে স্টেশন, রাশিয়া। |
ভারতের সবচেয়ে শক্তিশালী রেল ইঞ্জিন | 'ভীম' |
ভারতীয় রেলের গাইড বুক এর নাম | ব্রাডস। |
বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন যে শহরের মধ্যে চালু হয়েছিল | লিভারপুল ও ম্যাঞ্চেস্টার। |
ভারতের রেলমন্ত্রী পীযূশ গোয়েল ভারতীয় রেলের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন | ২০১৭ সালের ২৭ অক্টোবর। ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছে নতুন দিল্লির হজরত নিজামুদ্দিন রেলস্টেশনের সাথে। |
ভারতীয় রেলের সমস্ত কর্মচারীদের প্রশিক্ষণ দান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যে প্রকল্প চালু করা হয়েছে | সক্ষম প্রকল্প। |
ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম 'সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম চালু করল | পশ্চিমবঙ্গের খড়্গপুরে। |
ভারতীয় রেল ভারতের প্রথম 'ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি গড়ে তুলেছে | গুজরাটের বরোদায়। |
ভারতীয় রেল দ্বারা প্রথম সৌরশক্তি চালিত ট্রেন | ২০১৭ সালের ১৪ জুলাই চালু হয়েছে। দিল্লির সরাই রোহিল্লা থেকে হরিয়ানার ফারুক নগর পর্যন্ত এই ট্রেন চলাচল করে। ১৬০০ হর্ষ পাওয়ারের এই ট্রেনটির সমস্ত কোচগুলি সৌরশক্তি চালিত। |
ভারতের প্রথম বেসরকারি রেলস্টেশন হিসাবে পরিচিত | মধ্যপ্রদেশের ভূপালের হাবিবগঞ্জ। |
ভারতের প্রথম ব্রডগেজ শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন | ২০১৭ সালের ২৫ ডিসেম্বর মুম্বাইয়ে চালু হয়েছে। |
সম্প্রতি ভারতীয় রেল যে সংস্থার সঙ্গে প্রথম বার 'ইপিসি চুক্তি স্বাক্ষর করল | লার্সেন এন্ড ট্রুবো। |
ভারতের সর্বপ্রথম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরী ট্রেন | ২০১৭ সালের ১৯ মার্চ পশ্চিম রেলওয়ের অন্তর্গত। মহারাষ্ট্রের দাদর থেকে তৈরী হওয়া 'মেধা' নামক ট্রেন | |
ভারতীয় রেলে বিনামূল্যে 'ওয়াই-ফাই' পরিষেবা চালু | ২০১৯ সালের ৮৫০০টি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা চালু করেছে। |
ভারতীয় রেলের 'রেল সারথি' মোবাইল অ্যাপ্ চালু | টিকিট বুক করা, অনুসন্ধান, রেলে যাত্রাকালীন খাদ্যের সরবরাহ, পরিচ্ছন্নতা রাখার জন্য এই মোবাইল অ্যাপটি চালু করেছে। |
0 Comments: