
Physical science gk question answers in Bengali part-10 | ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Light, lens & current gk question answers in bengali | আলো, লেন্স ও কারেন্ট জিকে প্রশ্নোত্তর
প্রঃ প্রতিফলন বলতে আমরা সাধারণত কাকে বুঝি?
উঃ স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় আলোক-রশ্মির সাথে অন্য কোনো অপেক্ষাকৃত অস্বচ্ছ মাধ্যম যদি আপতিত হয় তবে মাধ্যম দুটির বিভেদতল থেকে ওই আপতিত রশ্মির একাংশের দিক পরিবর্তনের মাধ্যমে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাই প্রতিফলন।
প্রঃ প্রতিফলনের প্রথম সূত্রের বক্তব্য কী?
উঃ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সরলরেখায় অবস্থান করে।
প্রঃ আপতন কোণ 60° হলে প্রতিফলন কোণের পরিমাণ নির্ণয় কর?
উঃ 60°।
প্রঃ প্রতিসরণের প্রথম সূত্রের জনক কাকে ধরা হয়?
উঃ বিজ্ঞানী টলেমি।
প্রঃ তার্পিনের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.37।
প্রঃ ফ্লিল্ট কাচের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.67।
প্রঃ ইথাইল অ্যালকোহলের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.37।
প্রঃ জলের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.33।
প্রঃ কোন্ বিজ্ঞানী সর্ব প্রথম আলোর বেগ নির্ণয় করতে সক্ষম হন? কবে এবং তিনি কোন্ দেশীয় ?
উঃ ওলাম রোমার। 1676 সালে, ডেনমার্ক।
প্রঃ লেন্স কাকে বলে?
উঃ একটি বা দুটি গোলকীয় তল এবং একটি সমতলপৃষ্ট দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে।
প্রঃ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.53।
প্রঃ শূন্যে আলোর বেক কত?
উঃ 2.997925×10^5 কিমি/সেকেন্ড।
প্রঃ সৈন্ধব লবণের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.56।
প্রঃ ধ্রুবতারা থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ প্রায় 400 বছর।
প্রঃ ইথারের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.36।
প্রঃ মেথিলেটেড স্পিরিটের প্রতিসরাঙ্ক কত?
উঃ 1.36।
প্রঃ হীরের প্রতিসরাঙ্ক কত?
উঃ 2.4।
প্রঃ পরবর্তীকালে কোন্ কোন্ বিজ্ঞানীদের দ্বারা আলোর বেগ নির্ভুলভাবে জনসমক্ষে উপস্থাপিত হয়?
উঃ বিজ্ঞানী হুকো, অ্যান্ডারসন ও মাইকেলসন।
প্রঃ ৩টি এককে আলোর বেগ কত?
উঃ 3×10^8 মিটার / সেকেন্ড।
প্রঃ প্রিজমের প্রতিসারক তলে আপতিত রশ্মি প্রতিসরণের পর কোন্ দিকে বেঁকে যায়?
উঃ ভূমির দিকে।
প্রঃ প্রিজমের বৈশিষ্ট্য লেখ?
উঃ কোন্ রঙ সৃষ্টি করে না, যে সব আলো একবর্ণ আলোর মধ্যে থাকে কেবলমাত্র সেগুলিকে পৃথক করে।
প্রঃ বর্ণালী ও আলোর বিচ্ছুরণের আবিষ্কর্তা কে? এবং কবে তা আবিষ্কার করেন?
উঃ স্যার আইজ্যাক নিউটন। 1666 সালে।
প্রঃ অবতল লেন্স কাকে বলে?
উঃ যে স্বচ্ছ প্রতিসারকের মাঝখানের তুলনায় প্রান্ত দুটি মোটা।
প্রঃ লেন্সকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উঃ দু-প্রকার (ক) উত্তল ও (খ) অবতল।
প্রঃ মুখ্য ফোকাস কাকে বলে?
উঃ উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে একটি মাত্র বিন্দুতে মিলিত হয় তাকে মুখ্য ফোকাস বলে।
প্রঃ নিউটন আলোক চক্রের দ্বারা কি প্রমাণ করেছিলেন?
উঃ বর্ণালীর সাতটি রঙ একত্রে মিশ্রিত হলে সাদা আলো সৃষ্টি হয়।
প্রঃ উত্তল ও অবতল লেন্স আর কোন্ নামে পরিচিত?
উঃ উত্তল লেন্স-অভিসারী লেন্স আর অবতল লেন্স অপসারী লেন্স নামে পরিচিত।
প্রঃ আলোকচক্রের উদ্ভাবক কে?
উঃ স্যার আইজ্যাক নিউটন।
প্রঃ প্রিজম কী?
উঃ পরস্পরী ছেদী একটি সমতল বা দুইটি আনততল দ্বারা আবদ্ধ আলোক প্রতিসারক স্বচ্ছ মাধ্যমই প্রিজম।
প্রঃ আমাদের চোখে যে যে নির্দিষ্ট বর্ণের আলো পড়ে কতক্ষণ তা স্থায়ী হয়?
উঃ (1/16)-(1/20) সেকেন্ড।
প্রঃ ফোকাস দূরত্ব বলতে কী বোঝান হয়?
উঃ লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাসবিন্দু পর্যন্ত সরলরৈখিক দূরত্বকে।
প্রঃ উত্তল লেন্সের প্রকৃতি কী রকম?
উঃ যে লেন্সের মধ্যস্থল মোটা আর প্রান্ত দুটি অপেক্ষাকৃত সরু।
প্রঃ উত্তল লেন্স কয় প্রকার ও কী কী?
উঃ তিন প্রকার। (ক) সমতলোত্তল (খ) উভোত্তল এবং (গ) অবতলোত্তল।
প্রঃ 1 আলোকবর্ষ = কত মাইল?
উঃ 5.875×10^12 মাইল।
প্রঃ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রটির নাম কি? পৃথিবীর থেকে দূরত্ব কত?
উঃ প্রক্সিমা সেন্টাউরি। 4.4 আলোকবর্ষ অর্থাৎ নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 4.4 বছর।
প্রঃ 1 আলোকবর্ষ কত= কিমি?
উঃ 365×24×60×60×2.99793×10^5 কিমি।
প্রঃ কে প্রথম প্রমাণ করেন সাতটি পৃথক পৃথক রঙের সমন্বয়ে সূর্যের আলোক গঠিত?
উঃ স্যার আইজ্যাক নিউটন।
প্রঃ শূন্য মাধ্যমে আলোর বেগ কত?
উঃ 3×10^10 সেমি /সেকেন্ড।
প্রঃ মাধ্যমে আলোর বেগ কত?
উঃ মাধ্যমে আলোর বেগ= শূন্যে আলোর বেগ /মাধ্যমের প্রতিরাঙ্ক
প্রঃ গোধূলি কোন্ সময়টাকে বলে?
উঃ সূর্যাস্তের পর কিছু সময় ধরে ভূ-পৃষ্ঠ যে হাল্কা (অল্প) আলো পায় সেই সময়কে গোধূলি বলে।
প্রঃ বর্ণালী কয় প্রকার ও কি কি?
উঃ দু-প্রকার। শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী।
প্রঃ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রটি কোনটি? পৃথিবী থেকে দূরত্ব কত?
উঃ লুব্ধক। ৪.৪ আলোকবর্ষ।
প্রঃ আলোর বেগ 3×10 কিমি হলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ 8.3 মিনিট।
প্রঃ কোন্ কোন্ শর্ত অনুযায়ী আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে?
উঃ (ক) আপতন কোণের মান ঘন মাধ্যমে উভয় মাধ্যমের সংকট কোণের চেয়ে বেশি হবেই।
(খ) আলোকীয় ঘনতর মাধ্যম থেকে আলোক-রশ্মিকে লঘুতর মাধ্যমের অভিমুখে বিভেদতলে আপতিত হতেই হবে।
প্রঃ জর্জ সাইমন ওহম্-এর সূত্রটি কোন্ নামে পরিচিত?
উঃ ওহম-এর সূত্র।
প্রঃ 1 আন্তর্জাতিক ভোল্ট = কত ভোল্ট?
উঃ 1.00033 ভোল্ট।
প্রঃ 1 আন্তর্জাতিক ওহম্ = কত ওহম্?
উঃ 1.000495 ওহম্।
প্রঃ অ্যাম্পিয়ার = কি?
উঃ অ্যাম্পিয়ার = কুলম্ব /সেকেন্ড
প্ৰঃ ওহম্ = ?
উঃ ওহম্ = ভোল্ট /অ্যাম্পিয়ার
প্রঃ 1 আন্তর্জাতিক ভোল্ট বলতে কি বোঝায়?
উঃ 20° সেঃ উষ্ণতায় ওয়েস্টন ক্যাডমিয়াম কোষের তড়িচ্চালক বলের 1 অংশকে 1.01831
প্রঃ গোধূলির কারণ কি ও কেন বলা হয়?
উঃ সূর্যাস্তের সময় ভূ-পৃষ্ঠে সূর্য থেকে সরাসরি আলো আসে না। কিন্তু বায়ুতে ভাসমান ধূলিকণার ওপর আলো পড়ে। ওই রশ্মিগুচ্ছের সরাসরি ধূলিকণায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ও প্রতিফলিত রশ্মিগুচ্ছ চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে কিছু সময় ভূ-পৃষ্ঠে মৃদু আলোয় আলোকিত হয়। তাই একে গোধূলি বলা হয়।
প্রঃ 1 আন্তর্জাতিক ওহম্ কাকে বলে?
উঃ 0° সেঃ উষ্ণতায় 1 বর্গসেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 14.4521 ভর এবং 106.3 সেমি উচ্চতা বিশিষ্ট পারদ স্তম্ভের 1 আন্তর্জাতিক ওহম্ বলা হয়।
প্রঃ ভোল্ট = ?
উঃ ভোল্ট = জুল/কুলম্ব
প্রঃ ওহম্-এর সূত্রটি বিবৃত কর?
উঃ পদার্থের উপাদানের উষ্ণতা, প্রকৃতি এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, একটি তড়িৎ পরিবাহীর কোন্ অংশে দুই প্রান্তের বিভব পার্থক্য ওই অংশের তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক থাকে।
প্রঃ বৈদ্যুতিক মিকসারের ফিউজের সর্বো সীমা মান কত?
উঃ 3.40 অ্যাম্পিয়ার।
প্রঃ টেলিভিশন সেট কি পরিমাণ ক্ষমতা সম্পন্ন?
উঃ 65 ওয়াট।
প্রঃ টিউব লাইট কি পরিমাণ ক্ষমতা ধারণ করে?
উঃ 40
ওয়াট।
প্রঃ বৈদ্যুতিক ইস্ত্রি কি পরিমাণ ক্ষমতাসম্পন্ন?
উঃ 700 ওয়াট।
প্রঃ কার্বনের আইসোটোপের সংখ্যা কত? ভর সংখ্যা কত?
উঃ তিনটি। যথাক্রমে 12, 13 এবং 14।
প্রঃ বৈদ্যুতিক চুল্লি কি পরিমাণ ক্ষমতাসম্পন্ন?
উঃ 4,000 ওয়াট।
প্রঃ গাইসার যন্ত্রের ফিউজের সর্বোচ্চ সীমা মান কত?
উঃ 7.00 অ্যাম্পিয়ার।
প্রঃ রেফ্রিজারেটরের ফিউজের সর্বোচ্চ সীমা-মান কত?
উঃ 0.50 অ্যাম্পিয়ার।
প্রঃ গাইসার যন্ত্র কি পরিমাণ ক্ষমতাসম্পন্ন?
উঃ 1.500 ওয়াট।
প্রঃ বৈদ্যুতিক মিক্সার কি পরিমাণ ক্ষমতাসম্পন্ন?
উঃ 750 ওয়াট।
প্রঃ টিউবলাইটের ফিউজের সর্বোচ্চ সীমা-মান কত?
উঃ 0.22 অ্যাম্পিয়ার।
প্রঃ বৈদ্যুতিক চুল্লির ফিউজের সীমা-মান কত?
উঃ 16.50 অ্যাম্পিয়ার।
প্রঃ বৈদ্যুতিক ইস্ত্রির ফিউজের সর্বোচ্চ সীমা-মান কত?
উঃ 3.20 অ্যাম্পিয়ার।
প্রঃ রেফিজারেটর কি পরিমাণ ক্ষমতাসম্পন্ন?
উঃ 120 ওয়াট।
প্রঃ টেলিভিশন সেটের ফিউজের সর্বোচ্চ সীমা-মান কত হতে পারে?
উঃ 0.28 অ্যাম্পিয়ার।
প্রঃ বৈদ্যুতিক কেটলির ফিউজের সর্বোচ্চ সীমা-মান কত?
উঃ 8.30 অ্যাম্পিয়ার
0 Comments: