Important chemistry gk in bengali | রসায়ন বিজ্ঞান জিকে 6
Chemistry gk question answers in bengali | রসায়ন বিজ্ঞানের প্রশ্ন উত্তর
আমরা প্রায়ই দেখে থাকি যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা রসায়ন বিজ্ঞান থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আছে তা তুলে ধরবো প্রশ্ন-উত্তরের আকারে। আমরা রসায়ন বিজ্ঞানের প্রশ্ন উত্তরের একটি সিরিজ নিয়ে আসছি যেখানে রসায়ন বিজ্ঞানের থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি থাকবে। এটি হলো সিরিজের 6th পোস্ট। এখানে থাকবে chemistry gk in bengali, Chemistry quiz in bengali, chemistry general knowledge in bengali, chemistry question answers in bengali, chemistry quiz questions in bengali এগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBP, Rail, WBPSC, ICDS, WBTET, MTS, CGL ইত্যাদির জন্য খুবই প্রয়োজনীয়।
প্রঃ নাইট্রিক অ্যাসিডের ব্যবহারে কেন সতর্কতা অবলম্বন করা দরকার?
উঃ যাবতীয় জৈব পদার্থ-এর সংস্পর্শে এলে ক্ষতিগ্রস্ত
হতে বাধ্য। এর ধর্ম অস্বাভাবিক ক্ষয়কারী। মানুষ বা জীবজন্তুর ত্বকে লাগলে সে স্থানে
ক্ষতের সৃষ্টি হয়, আর গাঢ় হলুদ দাগ পড়ে যায়। উক্ত কারণে নাইট্রিক অ্যাসিড ব্যবহার
করার সময় যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই কর্তব্য।
প্রঃ প্রমাণ উষ্ণতা ও চাপে 22 গ্রাম কার্বন-ডাই-অক্সাইডের
আয়তন কত?
উঃ 11.2 লিটার।
প্রঃ 4HNO3 কে কাচপাত্র থেকে বের করা কষ্টসাধ্য-কারণ
কি?
উঃ কঠিন অবস্থায় অর্থাৎ ঢেলা পাকিয়ে যায় বলে।
প্রঃ কোন মৌলের নামকরণ সুইডেনের স্টকহোমের নামানুসারে
করা হয়েছে?
উঃ হোলমিয়াম।
প্রঃ KHSO4-কে কাচের পাত্র থেকে বের করতে বেগ পেতে
হয় কি? কেন?
উঃ না। কারণ এটি তরল অবস্থায় থাকে।
প্রঃ কে প্রথম পরমাণুর গঠন সম্বন্ধে আলোকপাত করেন?
উঃ রাদারফোর্ড।
প্রঃ KHSO4 উৎপন্ন করতে তাপমাত্রা কি পরিমাণে প্রয়োগ
করতে হয়?
উঃ স্বল্প তাপমাত্রায়।
প্রঃ সাদা ফসফরাসের সাহায্যে কিভাবে চমক লাগানো যায়?
একটি উদাহরণ দাও
উঃ সাদা ফসফরাসের একটি টুকরো নিয়ে CS,-এর মধ্যে দ্রবীভূত
করে, একটি কাচখণ্ডে সামান্য তুলো জড়িয়ে তুলি তৈরি করে তা ফসফরাসের দ্রবণে ভিজিয়ে
নিতে হবে। এবার সে তুলিটি দিয়ে অন্ধকার ঘরে কিছু লিখলে মুহূর্তের মধ্যে হাল্কা সবুজ
আলোয় লেখাটি জ্বলজ্বল করতে থাকবে।
প্রঃ 800° সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন পটাসিয়াম
হাইড্রোজেন সালফেট অতিরিক্ত পটাসিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ার ফলে কি সৃষ্টি হয়?
উঃ পটাসিয়াম সালফেট এবং নাইট্রিক অ্যাসিডের সৃষ্টি
করে।
প্রঃ মানুষ বা অন্যান্য প্রাণীর অস্থিভস্মে শতকরা
কত ভাগ ফসফেট থাকে? ফসরাসের প্রধান উৎস কি?
উঃ 75% – 90%। অস্থিভস্ম।
প্রঃ নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসের
ওপর কোন্ ক্রিয়া করে?
উঃ নীল লিটমাস লালবর্ণ ধারণ করে।
প্রঃ প্রাণিজ অঙ্গার মূলতঃ কি? একে বাতাসে ভস্মীভূত
করলে কিসে পরিণত হয়?
উঃ ক্যালসিয়াম ফসফেট এবং কার্বনের মিশ্রণ। কার্বন,
কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে উড়ে যায়।
প্রঃ H2SO4 কি এক ক্ষারিক, নাকি দ্বিক্ষারিক?
উঃ দ্বিক্ষারিক।
প্রঃ প্রাণীর হাড়ের ভেতর কি থাকে?
উঃ চর্বি এবং নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ এবং CaCO3
প্রঃ শতকরা 2 ভাগ ম্যাগনেসিয়াম ধাতু এবং শীতল নাইট্রিক
অ্যাসিডের বিক্রিয়ার ফলে কোন্ গ্যাস নিগর্ত করে?
উঃ হাইড্রোজেন।
প্রঃ মানুষের হাড়ে ফসফরাসের শতকরা পরিমাণ কত?
উঃ 80% 85%
প্রঃ নাইট্রিক অ্যাসিডের কোন্ কোন্ জারণ ধর্ম লক্ষিত
হয়?
উঃ ইহা একটি সুতীব্র জারক সম্পন্ন। এটি বহু ধাতু, অধাতু
এবং যৌগকে জারিত করার ক্ষমতা সম্পন্ন।
প্ৰঃ কত ডিগ্রী উষ্ণতায় বিশুদ্ধ জল বরফে পরিণত হয়?
উঃ 0° সেন্টিগ্রেড।
প্রঃ পিট ও লিগনাইট কয়লায় কার্বনের শতকরা পরিমাণ
কত থাকে?
উঃ পিট কয়লায় কার্বনের পরিমাণ 60% লিগনাইট কয়লায়
কার্বনের পরিমাণ থাকে 70% ।
প্রঃ ফসফরাসের আবিষ্কর্তা কে? তিনি কোন্ উৎস থেকে
এটি আবিষ্কার করেন?
উঃ বিজ্ঞানী ব্রান্ড মানুষের সূত্র থেকে।
প্রঃ “W” কার চিহ্ন? CaH2 কার রাসায়নিক সংকেত?
উঃ টাংস্টেন। হাইড্রলিক।
প্রঃ বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কত?
উঃ 388° সেন্ট্রিগ্রেড।
প্রঃ ব্যাপনের প্রয়োজনীয়তা লেখ ?
উঃ বিভিন্ন ঘনত্বমুক্ত গ্যাসের মিশ্রণ থেকে ব্যাপন
প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলিকে সহজ উপায়ে পৃথক করা সম্ভব এর সাহায্যে গ্যাসের আপেক্ষিক
ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্ণয় করা সম্ভব।
প্রঃ কৃত্রিম হীরক বা কাচ যে হীরক নয় তার প্রমাণ
পাওয়া যেতে পারে কি উপায়ে?
উঃ (ক) কাচ বা কৃত্রিম হীরকের মধ্য দিয়ে রঞ্জন রশ্মি
যেতে পারে না। কিন্তু প্রাকৃতিক বা আসল হীরকের মধ্য দিয়ে অনায়াসে রঞ্জন রশ্মি যেতে
পারে। (খ) হীরকের মধ্য দিয়ে বিদ্যুৎ এবং তাপ পরিবাহিত হয় না।
প্রঃ অক্সিজেনে কোন্ কোন্ ধর্ম বিদ্যমান?
উঃ (ক) অক্সিজেন নিজে অদাহ্য হওয়া সত্ত্বেও দহন এবং
শ্বাসকার্যের ক্ষেত্রে অপরিহার্য।
(খ) অক্সিজেন
গন্ধ, বর্ণ এবং স্বাদহীন একটি গ্যাস।
(গ) বাতাস
অপেক্ষা ভারী।
প্রঃ হীরক কি করে কঠিন পদার্থ কাঁচকে অনায়াসে কাটতে
পারে?
উঃ হীরক সর্বাধিক কঠিন পদার্থ বলে।
প্রঃ অক্সিজেন গ্যাস প্রস্তুতের উল্লেখযোগ্য পদ্ধতিগুলি
কি কি?
উঃ (ক) পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পরীক্ষাগারে
অক্সিজেন প্রস্তুত ব্যবস্থা সর্বাধিক সমাদৃত।
(খ) ধাতব
নাইট্রেটকে উত্তপ্ত করে।
(গ) ভারী
ধাতুর অক্সাইডকে উত্তপ্ত করে।
(ঘ) অক্সি
অ্যাসিডের বিয়োজনের মাধ্যমে।
(ঙ) বাতাস
থেকে অন্যান্য গ্যাসকে মুক্ত করে এবং
(চ) জলকে
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে।
প্রঃ 'অ্যাসিড হলো প্রোটিন দাতা'—কে বলেছেন?
উঃ বিজ্ঞানী ব্রনস্ট্রেড।
প্রঃ অক্সিজেনের আবিষ্কার সম্বন্ধে বিশেষজ্ঞদের মতামত
কি?
উঃ অক্সিজেনের আবিষ্কারক রূপে আমরা বিজ্ঞানী ল্যাভয়সিয়েকে
জানি । কিন্তু প্রিস্টলী এবং শীলে নামক বিজ্ঞানীদ্বয় ল্যাভয়সিয়ে’র সমসাময়িক কালেই
বাতাসে অক্সিজেনের সন্ধান পান।
প্রঃ লোহা অপেক্ষা মরিচা ওজনে ভারী কেন?
উঃ লোহার সঙ্গে বায়ুর O2 যুক্ত হয়ে মরিচা সৃষ্টি
করে। লোহা ও লোহার সঙ্গে যুক্ত O2-র মোট ওজন, সৃষ্ট মরিচার ওজনের সমান হয়। তাই মরিচা
লোহা অপেক্ষা ওজনে ভারী হয়।
প্রঃ সালফারকে বাতাসে ওড়ালে O2-র সঙ্গে যুক্ত হয়ে
কি কি উৎপন্ন করে?
উঃ SO2, CO2
প্রঃ লেমোনেটড ওয়াটার ও সোডা ওয়াটার মূলতঃ HCI
নাকি CO2 এর জলীয় দ্রবণ?
উঃ CO2 জলীয় দ্রবণ।
প্রঃ কোনো একটি গ্যাসের আংশিক চাপ কি করে নির্ণয়
করা যায়?
উঃ গ্যাস মিশ্রণের মোট চাপকে (P), গ্যাস মিশ্রণের একটি
উপাদান গ্যাসের মৌল ভগ্নাংশ নিয়ে গুণ করে গ্যাসটির আংশিক চাপ নির্ণয় করা যায়।
প্রঃ তপ্ত ও টকটকে লাল লোহার গুঁড়ো রেখে ওপর দিয়ে
স্টীম চালনা করলে, কি পরিবর্তন লক্ষ্য করা যায়?
উঃ ফেরাসোফেরিক অক্সাইড ও H2 উৎপাদন করা যায়। তপ্ত
ও লাল লোহার গুঁড়ো H2-কে বিজারিত করার মাধ্যমে উক্ত ফল লাভ করা সম্ভব হয়।
3Fe+4H2O4 = Fe2O4 +4H2+তাপ।
প্রঃ বিজ্ঞানী বয়েল সূত্রের মাধ্যমে কি প্রমাণ করেন?
উঃ উষ্ণতা যদি স্থির থাকে, চাপের প্রভাবে নির্দিষ্ট
পরিমাণ গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়—এটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন।
প্রঃ কয়েকটি মৃদু অ্যাসিডের রাসায়নিক সংকেত কি?
উঃ (ক) H2CO3 (খ) CH3CO2H
প্রঃ হাইড্রোজেন সালফাইড গ্যাস কেমন গন্ধবিশিষ্ট?
কোন্ প্রক্রিয়ার-এর উৎপাদন সম্ভব?
উঃ পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত। সালফারকে তাপের সংস্পর্শে
আনলে গলে যায়। তার ওপর দিয়ে H2 গ্যাসকে চালনা করে দিয়ে হাইড্রোজেন সালফাইড উৎপাদন
তৈরি করা হয়। H2+S=H2S |
প্রঃ কয়েকটি উভধর্মী অক্সাইডের নাম লেখ ?
উঃ (ক) অ্যালুমিনিয়াম অক্সাইড, (খ) জিঙ্ক অক্সাইড,
(গ) লেড অক্সাইড।
প্রঃ মার্স গ্যাস খনির মধ্যে অস্বাভাবিক পরিমাণে
জমে থাকার দরুণ দুর্ঘটনা ঘটাতে পারে। মার্স গ্যাসের উপস্থিতি জানার জন্য বিপদ সূচক বৈদ্যুতিক ঘন্টার ব্যবহার করা হয়ে থাকে।
এর জন্য কোন পদ্ধতি মুখ্য ভূমিকা গ্রহণ করে?
উঃ ব্যাপন ক্রিয়া।
প্রঃ ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? এর দুইটি রাসায়নিক
সংকেত কি?
উঃ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে যে অক্সাইড জল ও
লবণ উৎপাদন করে, সেই অক্সাইড ক্ষারকীয় অক্সাইড নামে পরিচিত। রাসায়নিক সংকেত।
(a)
CuO+2HCl=CuCl2+H2O. (b)
MgO+H2SO4=MgSO4+H20.
প্রঃ মৌলিক পদার্থ কাকে বলে?
উঃ বিশ্লেষণ মাধ্যমে যে পদার্থের মূল পদার্থ ছাড়া
পৃথক ধর্ম ও বৈশিষ্ট্যের অন্য পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ।
প্রঃ উপযুক্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকলে শীতকালে
রাতে কেন ঘরে চুল্লি জ্বেলে রাখা উচিত নয়?
উঃ কার্বন-ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন
হয়ে প্রাণহানি ঘটার সম্ভাবনা থাকে।
প্রঃ পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?
উঃ একশ পাঁচটি।
প্রঃ ঘরের জানালা উত্তর দক্ষিণে রাখা হয় কেন?
উঃ বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির মুক্ত বাতাস উত্তর
ও দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় বলে।
প্রঃ পদার্থ কয় প্রকার ও কি কি?
উঃ তিন প্রকার। (ক) মৌলিক, (খ) যৌগিক ও (গ) মিশ্র
প্রঃ ঘরে ঘুলঘুলি রাখা হয় কেন?
উঃ দরজা জানালা বন্ধ থাকলে যাতে ঘরের ভেতরের কার্বন-ডাই-অক্সাইড
বাইরে বেরোতে এবং বাইরের অক্সিজেন ঘরের ভেতরে প্রবেশ করতে পারে।
প্রঃ HNO3-এর স্ফুটনাঙ্ক কত?
উঃ 86° সেন্টিগ্রেড।
প্রঃ যৌগিক পদার্থ সমসত্ত্ব, নাকি অসমসত্ত্ব?
উঃ সমসত্ত্ব।
প্রঃ HNO3-এর ধাতুর সঙ্গে বিক্রিয়ার ফলে কি কি উৎপন্ন
হয়?
উঃ নাইট্রেট লবণ।
প্রঃ মিশ্র পদার্থ তৈরি করার সময় তাপের তারতম্য
ঘটে, নাকি ঘটে না?
উঃ তাপের তারতম্য ঘটে না।
প্রঃ HNO3 জলে দ্রাব্য মৃদু অ্যাসিড, নাকি অদ্রাব্য
তীব্র অ্যাসিড?
উঃ জলে দ্রাব্য, তীব্র অ্যাসিড।
প্রঃ মিশ্র পদার্থ অধিকাংশ ক্ষেত্রে সমসত্ত্ব, নাকি
অসমসত্ত্ব?
উঃ অসমসত্ত্ব।
প্রঃ HNO3-কে নীল লিটমাস দিলে কোন্ প্রতিক্রিয়া
হবে?
উঃ লাল হয়ে যাবে।
প্রঃ মিশ্র পদার্থের উপাদানগুলি নিজ নিজ ধর্ম লোপ
পায়, নাকি বর্তমান থাকে?
উঃ বর্তমান থাকে।
প্রঃ নাইট্রিক অ্যাসিড কোন্ উপায়ে সনাক্ত করা যায়?
উঃ ধোঁয়ামুক্ত, তরল, বর্ণহীন ও ঝাঁঝালো গন্ধযুক্ত।
প্রঃ সোডা ওয়াটার কোন্ কোন্ পদার্থের মিশ্রণে তৈরি
হয়
উঃ কার্বন-ডাই-অক্সাইড ও জলের মিশ্রণে।
প্রঃ উক্ত পাতনের ফলে কি উৎপন্ন হয়?
উঃ সোডিয়াম-ডাই-সালফেট।
0 Comments: