
History gk in bengali | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর 2
First world war and nationalist movement in India | প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ধারা
ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন সেট টি History gk qna in bengali, আমরা সকলেই জানি ইতিহাস হল জি কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি এজন্য বিষয় History gk question answers for quiz and WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D And others competitive exams, আমাদের এই প্রশ্ন সেটটিতে এমনভাবে প্রশ্ন বানানো হয়েছে যেগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
এই History gk question set 2 রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ধারা বিষয়ে সম্ভাব্য সকল রকমের প্রশ্নোত্তর যেগুলি আপনার quiz ও বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী।
প্ৰঃ লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু।
প্ৰঃ ‘সীমান্ত গান্ধি’ কাকে বলা হয়?
উঃ খান আবদুল গফ্ফর খানকে ‘সীমান্ত গান্ধী’ বলা হয়।
প্রঃ খিলাফৎ আন্দোলনের যোগদানকারী ‘আলি ভ্রাতৃদ্বয়’ করা?
উঃ খিলাফৎ আন্দোলনে যোগদানকারী আলি ভ্রাতৃদ্বয় হলেন মহম্মদ আলি ও শওকৎ আলি।
প্রঃ আইন অমান্য আন্দোলন কে শুরু করেন এবং কোথায়?
উঃ গান্ধীজী আরব সাগরের তীরে ডান্ডি নামক স্থানে আইন অমান্য আন্দোলন শুরু করেন।
প্রঃ ‘হোমরুল’ কথার অর্থ কী?
উঃ ‘হোমরুল’ কথার অর্থ হলো স্বায়ত্তশাসন।
প্রঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন?
উঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রঃ মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয়?
উঃ মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় ১৯১৯ খ্রিস্টাব্দে।
প্রঃ কোন্ বছর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছোটলাট রেজিনল্ড এডওয়ার্ড হ্যারি ও ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে।
প্রঃ লখনউ চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ লখনউ চুক্তি ১৯১৬
খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস ও
মুসলিম লিগের মধ্যে স্বাক্ষরিত
হয়।
প্রঃ কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগ নীতি গৃহীত হয়?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনে এটি গৃহীত
প্রঃ কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
উঃ কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হলেন চিত্তরঞ্জন দাশ।
প্রঃ ‘সীমান্ত গান্ধীর’ অনুরাগীরা কী
নামে পরিচিত?
উঃ সীমান্ত গান্ধীর অনুগামীরা ‘খোদা-ই-খিদমদগার' নামে পরিচিত।
প্রঃ ‘খলিফা’ কথারা অর্থ
কী?
উঃ ‘খলিফা’ কথার অর্থ হলো মুসলিম জগতের ধর্মগুরু।
প্রঃ কবে ও কোন্ ঘটনায় গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উঃ ১৯২২ খ্রিস্টাব্দের চৌরিচৌরার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
প্রঃ কোন্ তারিখে গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ আইন অমান্য আন্দোলন শুরু করেন।
প্রঃ তিলকের হোমরুল লিগের সভাপতি ও সম্পাদক কারা?
উঃ তিলকের হোমরুল লিগের সভাপতি হলেন যথাক্রমে যোসেফ ব্যান্ডিস্তা ও এন. সি. কেলকার।
প্রঃ গন্ধী-ডারউইন চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়েছিল?
উঃ ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ মার্চ গান্ধী ডারউইন চুক্তি স্বাক্ষরিত
প্রঃ ‘লিগ অব নেশন’ কে
কবে গঠন করেন? হয়।
উঃ উড্রো উইলসন ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল ‘লিগ অব নেশন’ গঠন করেন।
প্রঃ ‘বিশ্ব রাজনীতির তত্ত্ব’ কে
প্রচার করেন?
উঃ ‘বিশ্ব রাজনীতর তত্ত্ব' প্রচার করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম।
প্রঃ কবে, কাদের মধ্যে ভার্সাই সন্ধি হয়?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে মিত্র পক্ষের সঙ্গে জার্মানিদের ভার্সাই সন্ধি হয়।
প্ৰঃ ‘চোদ্দ দফা দাবি’ কে
পেশ করেন?
উঃ মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ‘চোদ্দ দফা দাবি পেশ করেন।
প্রঃ কোন্ কোন্ দেশ নিয়ে ‘ত্রিশক্তি চুক্তি’ হয়?
উঃ জার্মানি, ইটালি ও অস্ট্রেলিয়া নিয়ে ‘ত্রিশক্তি চুক্তি' হয়।
প্রঃ জাতিসঙ্ঘের সদর কার্যালয় কোথায়?
উঃ জাতিসঙ্ঘের সদর কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে। হয়।
প্রঃ বার্লিন-বাগদাদ রেলপথ কেন তৈরি হয়?
উঃ মধ্যপ্রাচ্য জার্মানি বাণিজ্যের জন্য এই রেলপথ তৈরি হয়।
প্রঃ সারা ভারতে খিলাফৎ কমিটির সভাপতি কে নিযুক্ত হন?
উঃ ‘সারা ভারত খিলাফৎ কমিটির’ সভাপতি নিযুক্ত হয়েছিলেন মহাত্মা গান্ধী।
প্রঃ ভারতে প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
উঃ ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।
প্রঃ ‘ম্যান্ডেট ব্যবস্থা কি?
উঃ লিগ অব নেশন–এর স্থায়ী তত্ত্বাবোধয়ক কমিশনকে বলে ম্যান্ডেট।
প্রঃ ‘জেনেভা প্রোটোকল’ কবে হয়?
উঃ ১৯২৪ খ্রিস্টাব্দে ‘জেনেভা প্রোটোকল’
প্রঃ কেলোগ রিয়া চুক্তি কবে হয়? হয়।
উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে কেলোগ রিঁয়া চুক্তি হয়।
প্রঃ কোন্ অঞ্চলকে বলকান অঞ্চল বলে?
উঃ দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলিকে বলকান
প্রঃ ‘ট্রিয়াননের সন্ধি’ কাদের মধ্যে হয়? অঞ্চল বলে।
উঃ ‘মিত্রপক্ষের সঙ্গে হাঙ্গেরির ‘ট্রিয়াননের সন্ধি হয়।
প্রঃ ‘লাল কোর্তা’ কাদের বলা হয়?
উঃ ‘লাল কোর্তা’ বলা হয় আবদুল গফ্ফর খানের অনুগামীদের।
প্রঃ ১৯৩০ খ্রিস্টাব্দে কোন্ তিন বিপ্লবী রাইটার্স বিল্ডিং অভিযান করেন?
উঃ বিনয়কৃষ্ণ বসু, দীনেশচন্দ্র গুপ্ত ও বাদল গুপ্ত। এই তিন বিপ্লবী এই অভিযান করেন।
প্রঃ নিউলির সন্ধি কাদের মধ্যে হয়?
উঃ বুলগেরিয়ার সঙ্গে মিত্রপক্ষের ‘নিউলির সন্ধি’ হয়।
প্রঃ কবে কাদের মধ্যে, ‘সেভরের সন্ধি’ হয়?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দে তুরস্কের সঙ্গে মিত্রপক্ষের ‘সেভরের সন্ধি' হয়।
প্রঃ লোকার্ন চুক্তি কবে হয়?
উঃ ১৯২৫ খ্রিস্টাব্দে লোকার্ন চুক্তি হয়।
<< আগের পোস্ট | পরবর্তী পোস্ট >>
0 Comments: