
History gk in bengali | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর 5
World at second world war | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পৃথিবী
ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন সেট টি History gk qna in bengali, আমরা সকলেই জানি ইতিহাস হল জি কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি এজন্য বিষয় History gk question answers for quiz and WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D And others competitive exams, আমাদের এই প্রশ্ন সেটটিতে এমনভাবে প্রশ্ন বানানো হয়েছে যেগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
প্রঃ শ্রীলঙ্কা ও ব্রহ্মদেশ কবে স্বাধীন হয়?
উঃ ১৯৪৮ খ্রিস্টাব্দের জানুয়ারিতে শ্রীলঙ্কা ও ১৯৮৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ব্রহ্মদেশ স্বাধীন হয়।
প্রঃ মার্শাল কে?
উঃ জর্জ সি মার্শাল হলেন আমেরিকার বিদেশমন্ত্রী।
প্রঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ফ্রাঙ্কালিন ভিলেনা রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন।
প্রঃ ‘ইউনাইটেড নেশনস' কথাটি কার কবিতা থেকে নেওয়া?
উঃ ‘ইউনাইটেড নেশনস’ কথাটি চাইল্ড হেল্ডারের কবিতা থেকে নেওয়া।
প্রঃ পট্সডাম সম্মেলন কবে আহূত হয়?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে ১৭ জুলাই থেকে ২ আগস্ট পডাম সম্মেলন আহূত হয়।
প্রঃ ইন্দোনেশিয়ার প্রথম স্বাধীন রাষ্ট্রপতি কে?
উঃ ড. সুকর্নো ইন্দোনেশিয়ার প্রথম স্বাধীন রাষ্ট্রপতি।
প্রঃ N.A.T.O. কী?
উঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (১৯৫১)।
প্রঃ ইয়াল্টা সম্মেলন কবে ডাকা হয়?
উঃ ১৯৪১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলন ডাকা হয়।
প্রঃ জওহরলাল নেহেরু কবে মারা যান?
উঃ ১৯৬৪ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু মারা যান।
প্রঃ জেনেভা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রঃ বান্দুং সম্মেলন কবে আহূত হয়?
উঃ ১৯৫৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বান্দুং সম্মেলন আহূত হয়।
প্রঃ ‘কমিশন’ কী?
উঃ ‘কমিশন’ হলো রাশিয়ার
নেতৃত্বে গঠিত শক্তিজোট (১৯৪৭)।
প্রঃ ‘ঠাণ্ডা লড়াই’ বা ‘স্নায়ুযুদ্ধ’ কাকে বলে?
উঃ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের প্রশ্নে উদ্ভুত প্রতিযোগিতা থেকেই যে কৃত্রিম যুদ্ধের সৃষ্টি হয় তাকেই ‘ঠাণ্ডা লড়াই’বা স্নায়ুযুদ্ধ বলে।
প্রঃ জাতিপুঞ্জের মূল মন্ত্র কি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ও ইংল্যান্ডের উদ্যোগে এই আন্তর্জাতিক শান্তি সংগঠনটি গড়ে উঠেছিল। যুদ্ধ নয় শান্তি চাই—এই ছিল এই সংগঠনের মূল মন্ত্র।
প্রঃ অ্যাঙ্গোলাতে কাদের উপনিবেশ ছিল?
উঃ অ্যাঙ্গোলাতে পোর্তুগিজদের উপনিবেশ ছিল।
প্রঃ I.L.O.-এর পুরো নাম কী?
উঃ I.L.O.-এর পুরো নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন।
প্রঃ জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়।
প্রঃ ট্রুম্যান কে?
উঃ মার্কিন আইনসভা সেনেটের কংগ্রেস রাষ্ট্রপতি।
প্রঃ ভারত-চীন সীমারেখার নাম কি?
উঃ ভারত-চীন সীমারেখার নাম ম্যাকমোহন লাইন।
0 Comments: