
History gk in bengali | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
Indian national congress | জাতীয় কংগ্রেস, স্বদেশি ও সংগ্রামশীল ও আন্দোলন
ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন সেট টি History gk qna in bengali, আমরা সকলেই জানি ইতিহাস হল জি কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি এজন্য বিষয় History gk question answers for quiz and WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D And others competitive exams, আমাদের এই প্রশ্ন সেটটিতে এমনভাবে প্রশ্ন বানানো হয়েছে যেগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
আজ এই History gk question set এ রয়েছে জাতীয় কংগ্রেস, স্বদেশি ও সংগ্রামশীল ও আন্দোলন বিষয়ে সম্ভাব্য সকল রকমের প্রশ্নোত্তর যেগুলি আপনার quiz ও বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী।
প্রঃ চরমপন্থী দল কংগ্রেসের কোন্ অধিবেশনের পর গঠিত হয়?
উঃ ১৯০৭ সালে সুরাট কংগ্রেসের অধিবেশনের পর চরমপন্থী দল গঠিত হয়।
প্রঃ ‘হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ‘হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন।
প্রঃ ‘বন্দেমাতরম্’ সংগীতটি কে রচনা করেন?
উঃ ‘বন্দেমাতরম্’ সংগীতটি (১৮৭৬ খ্রিস্টাব্দে) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন।
প্রঃ মলেমিন্টো সংস্কার কোন্ সালে প্রবর্তন করা হয়?
উঃ ১৯০৯ খ্রিস্টাব্দে মলেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়।
প্রঃ ‘বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হয়?
উঃ ‘সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে’ বাংলার মুকুটহীন রাজা বলা হয়।
প্রঃ ইতিহাসে কারা ‘লাল-বাল-পাল' নামে পরিচিত?
উঃ ইতিহাসে লালা লাজপৎ রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল‘লাল-বাল-পাল’ নামে পরিচিত।
প্রঃ বঙ্গভঙ্গ কোন্ বছর কার্যকারী হয়?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকারী হয়।
প্রঃ বঙ্গভঙ্গের ফলে গঠিত দুটি প্রদেশের নাম কী কী?
উঃ ‘পূর্ববঙ্গ ও আসাম’ নিয়ে একটি প্রদেশ যার রাজধানী ঢাকা এবং বাংলার অবশিষ্ট অংশ নিয়ে গঠিত প্রদেশের রাজধানীর নাম হয় কলকাতা।
প্রঃ বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন?
উঃ বাংলার নবগঠিত প্রদেশের গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার।
প্রঃ ‘ভারতীয় বিপ্লববাদের জননী' কাকে বলা হয়?
উঃ ‘ভারতীয় বিপ্লববাদের জননী’ বলা হয়
শ্রীমতি ভিকাজি রুস্তমজি কমাকে।
প্রঃ বরিশালে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নায়ক কে?
উঃ ‘বরিশালে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নায়ক হলেন অশ্বিনীকুমার দত্ত।
প্রঃ ‘মিত্র মেলা’ কে প্রতিষ্ঠা করেন? পরে এর কী নামকরণ হয়?
উঃ বিনায়ক দামোদর সাভারকর ‘মিত্রমেলা’র প্রতিষ্ঠা করেন। এটি পরে ‘অভিনব ভারত’ নামে পরিচিত হয়।
প্রঃ ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কে গঠন করেন?
উঃ সরকার কর্তৃক স্কুলবহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের জন্য শচীন্দ্রকুমার বসু এই সোসাইটি প্রতিষ্ঠা করেন।
প্রঃ অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ খ্রিস্টাব্দে ২৪শে মার্চ সতীশচন্দ্র বসু (মতান্তরে প্রথমনাথ মিত্র) অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।
প্রঃ প্রাচ্য শিল্পরীতির দুইজন বিখ্যাত প্রবর্তকের নাম বলো?
উঃ প্রাচ্য শিল্পরীতির বিখ্যাত দুই প্রবর্তক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসু।
প্রঃ বাংলার বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিদেশির নাম করো।
উঃ ভগিনী নিবেদিতা (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল) ও জাপানের ওকাকুরা।
প্রঃ ‘পি. এন. ঠাকুর’ কার ছদ্মনাম?
উঃ রাসবিহারী বসুর ছদ্মনাম হলো পি. এন. ঠাকুর।
প্রঃ কোন্ মামলায় অরবিন্দের জেল হয়?
উঃ আলিপুর বোমা মামলায় অরবিন্দের জেল হয়।
প্রঃ বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখো। কবে ও কারা এটি প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ বাংলার গুপ্ত সমিতি দুটি হলো ‘অনুশীলন সমিতি’ ও ‘যুগান্তর দল’। ১৯০২ খ্রিস্টাব্দে ২৪ মার্চ সতীশচন্দ্র বসু ‘অনুশীলন সমিতি’ ও ১৯০৬ খ্রিস্টাব্দে ধীরেন্দ্রকুমার ঘোষ ‘যুগান্তর দল' গঠন করেন।
প্রঃ বাংলায় বয়কট আন্দোলনের যুগে দু'জন মুসলিম নেতার নাম বলো।
উঃ বয়কট আন্দোলনে মুসলিম নেতার নাম হলো মৌলভি আব্দুল রসুল এবং লিয়াকৎ হোসেন।
প্রঃ কে জেলের মধ্যে দীর্ঘ অনশনে (৬৪ দিন) প্রাণত্যাগ করেছিলেন?
উঃ বিপ্লবী যতীন দাস লাহোর
ষড়যন্ত্র মামলা চলাকালে ৬৪
দিন অনশনে থেকে মারা যান।
প্রঃ
বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে প্রথম গ্রহণ করেছিলেন?
উঃ বাংলার ছোটলাট
অ্যানডু-ফ্রেজার বঙ্গভঙ্গের কথা ভেবেছিলেন তবে হারবার্ট রিজলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ
পদক্ষেপ নিয়েছিলেন।
প্রঃ
‘রাখিবন্ধন’ উৎসব কার উদ্যোগে পালিত
হয়?
উঃ রবীন্দ্রনাথ
ঠাকুরের উদ্যোগে ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর ‘রাখিবন্ধন’ উৎসব পালিত হয়।
প্রঃ
বাংলার জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ অরবিন্দ ঘোষ
জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন।
প্রঃ
‘দিব্যজ্ঞান’ বা ‘Life Divine' গ্রন্থটি
কার লেখা।
উঃ ‘দিব্যজ্ঞান
বা ‘Life Divine' গ্রন্থটি অরবিন্দ ঘোষের লেখা।
প্রঃ
কোন্ বছর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের
১১ মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
প্রঃ
‘গদর’ শব্দের অর্থ কী?
উঃ ‘গদর’ শব্দের অর্থ হলো
বিপ্লব।
প্রঃ
‘গদর পার্টি’ (১৯১৩) কে কোথায় প্রতিষ্ঠা
করেছিলেন?
উঃ ‘গদর পার্টি’ লালা হরদয়াল আমেরিকার
সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন।
প্রঃ
‘ভবানী মন্দির’ পুস্তকটি কে প্রকাশ করেন?
উঃ অরবিন্দ ঘোষ
‘ভবানী মন্দির’
প্রকাশ করেন।
প্রঃ
বাঘাযতীন কোন্ যুদ্ধে নিহত হন?
উঃ বাঘাযতীন বুড়িবালামের
যুদ্ধে (১৯১৫) খ্রিস্টাব্দে মারা যান।
প্রঃ
কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়?
উঃ ১৯১১ খ্রিস্টাব্দে
বঙ্গভঙ্গ রদ হয়।
প্রঃ
‘লাহোর ষড়যন্ত্র মামলা’ কোন্ বছর শুরু হয়? এর
‘এক নম্বর আসামি’ কে?
উঃ ১৯১৫ খ্রিস্টাব্দে
লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। এর ‘এক নম্বর আসামি’ হলে রাসবিহারী বসু।
প্রঃ
কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম কর।
উঃ কংগ্রেসের
দুজন নরমপন্থী নেতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও দাদাভাই নৌরজি।
খ্রঃ
কোন্ রাজনৈতিক সংস্থা 'সেফটি ভালভ’ রূপে কাজ করেছিল?
উঃ ‘সেফটি ভালভ’ রূপে কাজ করেছিল
ভারতীয় জাতীয় কংগ্রেস।
প্রঃ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধির মধ্যে কে প্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন?
উঃ ৭২ জন প্রতিনিধির মধ্যে উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম সভাপতি নিযুক্ত হন।
প্রঃ কে সর্বপ্রথম তাঁর পত্রিকাতে ‘বয়কট’ আন্দোলনের ডাক দিয়েছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র তাঁর ‘সঞ্জীবনী’ পত্রিকাতে বয়কট আন্দোলনের কথা বলেছিলেন।
প্রঃ কোন্ গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ করেছিলেন?
উঃ লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন?
প্রঃ 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ‘সন্ধ্যা' পত্রিকার সম্পাদক হলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
প্রঃ 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' কে গঠন করেন?
উঃ ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ সূর্য সেন ১৯৩০ খ্রিস্টাব্দে ১ এপ্রিল ৬৪ জন বিপ্লবীকে নিয়ে গঠন করেন।
প্রঃ ‘আত্মোন্নতি সমিতির' প্রতিষ্ঠাতা কে?
উঃ ‘কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে প্রতিষ্ঠিত ‘আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠা বিপ্লবী বিপিনবিহারী গাঙ্গুলি।
প্রঃ কাকে ভারতের 'গ্রান্ড ওন্ড ম্যান' বলা হয়?
উঃ দাদাভাই নৌরজিকে ভারতের ‘গ্রান্ড ওন্ড ম্যান' বলা হয়।
প্রঃ মহারাষ্ট্রে সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কেকে মহারাষ্ট্রের সংগ্রামশালী জাতীয়তাবাদের জনক বলা হয়।
প্রঃ বুড়িবালাম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৯১৫ খ্রিস্টাব্দে ৯ সেপ্টেম্বর বুড়িবালাম নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল বলে একে বুড়িবালাম যুদ্ধ বলা হয়।
প্রঃ ‘মুসলিম লিগ’ কে গঠন করেন?
উঃ স্বদেশি আন্দোলনের সূত্রে হিন্দু-মুসলিম সম্পর্কে ভাঙন ধরলে ঢাকার নবাব সালিস উল্লাহ কর্তৃক ‘মুসলিম লিগ’ গঠিত হয়। ১৯০৬ খ্রিস্টাব্দে।
প্রঃ ‘ভারতীয় বিপ্লববাদের জননী' নামে কে পরিচিত?
উঃ শ্রীমতি ভিকাজি কামা, পারসি দেশের মহিলা ভারতীয় বিপ্লববাদের জননী নামে পরিচিত।
পরবর্তী পোস্ট >>
0 Comments: