
History gk in bengali | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর 9
The era of empire expansion in ancient India | প্রাচীন ভারতে সাম্রাজ্য বিস্তারের যুগ
ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন সেট টি History gk qna in bengali, আমরা সকলেই জানি ইতিহাস হল জি কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি এজন্য বিষয় History gk question answers for quiz and WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D And others competitive exams, আমাদের এই প্রশ্ন সেটটিতে এমনভাবে প্রশ্ন বানানো হয়েছে যেগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
প্রঃ 'অমিত্রাঘাত' কার উপাধি?
উঃ ‘অমিত্রাঘাত’ বিন্দুসার-এর উপাধি।
প্রঃ আলেকজাণ্ডার কে এবং কোন্ দেশের রাজা ছিলেন?
উঃ গ্রিসের অন্তর্গত উত্তর ম্যাসিডনের রাজা ছিলেন আলেকজাণ্ডার।
প্রঃ কে প্রথম আলেকজাণ্ডারের বশ্যতা স্বীকার করেন?
উঃ তক্ষশিলার রাজা অন্তি প্রথম আলেকজাণ্ডারের বশ্যতা স্বীকার করেন।
প্রঃ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ।
প্রঃ বিম্বিসার কোন্ বংশের রাজা ছিলেন?
উঃ বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন।
প্রঃ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রঃ কোন্ বৎসর অশোকের রাজ্যভিষেক হয়?
উঃ অশোকের রাজ্যভিষেক হয় ২৬৯ খ্রীঃপূঃ।
প্রঃ মৌর্ষ বংশের শেষ রাজা কে?
উঃ বৃহদ্রথ মৌর্য বংশের শেষ রাজা ছিলেন।
প্রঃ কোন্ বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে?
উঃ পারসিক জাতি প্রথম ভারত আক্রমণ করে।
প্রঃ কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত?
উঃ পুরুষপুরে (বর্তমান পেশোয়ার) কনিষ্কের রাজধানী অবস্থিত ছিল।
প্রঃ বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে?
উঃ বিম্বিসার ছিলেন বুদ্ধের সমসাময়িক মগধের রাজা।
প্রঃ নন্দবংশের শেষ রাজা কে?
উঃ ধননন্দ নন্দবংশের শেষ রাজা ছিলেন।
প্রঃ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা
পুষ্যমিত্র শুঙ্গ।
প্রঃ আলোকজাণ্ডার কোন্ বছর ভারত আক্রমণ করেন?
উঃ ৩২৭ খ্রিঃ পূঃ আলেকজাণ্ডার ভারত আক্রমণ করেন।
প্রঃ অশোক কবে সিংহাসনে বসেন?
উঃ ২৭৩ খ্রিঃপূঃ অশোক সিংহাসনে বসেন।
প্রঃ আলেকজাণ্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন?
উঃ অলেকজাণ্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন ধননন্দ।
প্রঃ চন্দ্রগুপ্ত মৌর্য কোন্ বছর সিংহাসনে বসেন?
উঃ ৩২৪ খ্রিঃপূঃ (মতান্তরে ৩২১ খ্রিঃপূঃ) চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন।
প্রঃ শকদের রাজধানী কোথায় ছিল?
উঃ শকদের রাজধানী উত্তর-পশ্চিম ভারতের শিয়ালকোটে ছিল।
প্রঃ কোন্ সাতবাহন রাজা শকদের পরাস্ত করেন?
উঃ গৌতমীপুত্র সতকর্মী শকদের পরাস্ত করেন।
প্রঃ সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে?
উঃ সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্মী।
প্রঃ কে ‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন।
প্রঃ মিনান্দার কে?
উঃ মিনান্দার এক ব্যক্ট্রীয় গ্রিক রাজা।
প্রঃ অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন।
প্রঃ গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত।
প্রঃ শেষ গুপ্ত সম্রাটের নাম কী?
উঃ শেষ গুপ্ত সম্রাটের নাম জীবিত গুপ্ত।
প্রঃ ফা-হিয়েন কে ছিলেন?
উঃ ফা-হিয়েন একজন চীনা পর্যটক ছিলেন।
প্রঃ কোন্ বিদেশি রাজা প্রথম বৈষ্ণবধর্ম গ্রহণ করেন?
উঃ হেলিয়োক্লেপস প্রথম বৈষ্ণবধর্ম গ্রহণ করেন।
প্রঃ এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উঃ এলাহাবাদ প্রশস্তি হরিষেনের রচনা।
প্রঃ ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন।
প্রঃ কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন?
উঃ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন।
প্রঃ ‘বুদ্ধ চরিত' কার লেখা?
উঃ ‘বুদ্ধ চরিত’ অশ্বঘোষের লেখা।
প্রঃ কে শকাব্দ প্রচলন করেন?
উঃ কনিষ্ক শকাব্দ প্রচলন করেন।
প্ৰঃ গুপ্তযুগে কোন্ চীনা পর্যটক ভারতে আসেন?
উঃ গুপ্তযুগে চিনা পর্যটক ফা-হিয়েন ভারতে আসেন।
প্রঃ প্রথম চারটি বৌদ্ধ সংগীতি কে কোথায় ডেকেছিলেন?
উঃ প্রথমটি—অজাতশত্রু রাজগৃহে, দ্বিতীয়টি—কালাশোক বৈশালীতে, তৃতীয়টি—অশোক পাটলিপুত্রে ও চতুর্থটি—কণিষ্ক পুরুষপুরে।
প্রঃ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন্ পর্যটক ভারতে আসেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন।
প্রঃ ইন্ডিকা কার রচনা?
উঃ ইন্ডিকা মেগাস্থিনিসের রচনা।
প্রঃ ইতিহাসে কারা ‘শ্রেণিক’ ও ‘কুনিক’ নামে পরিচিত?
উঃ ইতিহাসে বিম্বিসার ‘শ্রেণিক ও অজাতশত্রু ‘কুনিক’ নামে পরিচিত।
প্রঃ অশোক কবে সিংহাসনে বসেন?
উঃ ২৭৩ খ্রিঃপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন।
প্রঃ কোন্ গুপ্ত সম্রাট ‘বিক্রমাদিত্য’ উপাধি নেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘বিক্রমাদিত্য’ উপাধি নেন।
প্রঃ কোন্ গুপ্ত সম্রাট ‘পরাক্রমাঙ্ক’ উপাধি নিয়েছিলেন?
উঃ সমুদ্রগুপ্ত ‘পরাক্রমাঙ্ক' উপাধি নিয়েছিলেন।
প্রঃ গুপ্তবংশের প্রতিষ্ঠা হয় কবে?
উঃ ৩২০ খ্রিঃ গুপ্তবংশের প্রতিষ্ঠা হয়।
প্রঃ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক।
প্রঃ সাতবাহনদের রাজধানী কোথায়?
উঃ পৈঠান বা প্রতিষ্ঠানে সাতবাহনের রাজধানী ছিল।
প্রঃ নাসিক প্রশস্তিতে কার কীর্তি খোদিত আছে?
উঃ নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি খোদিত আছে।
প্রঃ কোন্ গুপ্তরাজা নালন্দা বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন?
উঃ প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন।
প্রঃ ফা-হিয়েনের বিবরণীটির নাম কী?
উঃ ফা-হিয়েনের বিবরণীটির নাম ফো-কুয়ো-কিং।
প্রঃ কোন্ বছর শকাব্দ প্রচলিত হয়?
উঃ ৭৮ খ্রিস্টাব্দে ‘শকাব্দ’ প্রচলিত হয়।
প্রঃ নাসিক প্রশস্তিতে কার কীর্তি খোদিত আছে?
উঃ নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি খোদিত আছে।
প্রঃ ‘মিলিন্দপঞহো' কী?
উঃ নাগসেন সম্পাদিত একটি বৌদ্ধগ্রন্থের নাম ‘মিলিন্দপঞহো'।
প্রঃ হিদাস্পিদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উঃ ৩২৬ খ্রিঃপূঃ পুরু ও আলেকজাণ্ডারের মধ্যে হিদাস্পিসের যুদ্ধ হয়।
প্রঃ ফা-হিয়েনের পরে কতজন চীনা পর্যটক ভারতে আসেন?
উঃ ফা-হিয়েনের পর ৬৯ জন চীনা পর্যটক ভারতে আসেন।
প্রঃ কৌটিল্যের আসল নাম কি?
উঃ কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত।
প্রঃ নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ কে করেন?
উঃ কুমারগুপ্তই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
0 Comments: