
History gk in bengali | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর 14
Colonial rule in India | ভারতে ঔপনিবেশিক শাসন
ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন সেট টি History gk qna in bengali, আমরা সকলেই জানি ইতিহাস হল জি কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি এজন্য বিষয় History gk question answers for quiz and WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D And others competitive exams, আমাদের এই প্রশ্ন সেটটিতে এমনভাবে প্রশ্ন বানানো হয়েছে যেগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
প্রঃ সিরাজের দুই সেনাপতির নাম কী?
উঃ সিরাজের দুই সেনাপতির নাম মীরমদন ও মোহনলাল।
প্রঃ ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন?
উঃ ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর শাহ বা মুয়াজ্জম (১৭০৭ খ্রিস্টাব্দ) মুঘল সিংহাসনে বসেন।
প্রঃ ঔরঙ্গজেবের পুত্রদের নাম কী কী?
উঃ ঔরঙ্গজেবের পুত্রদের নাম মুয়াজ্জম, কামবক্স ও আজম শাহ।
প্রঃ স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ নিজাম বংশের প্রতিষ্ঠাতা নিজাম-উল-মুলক।
প্রঃ হায়দার আলির আগে মহিশূরের হিন্দুরাজা কে ছিলেন?
উঃ হায়দার আলির আগে মহিশূরের হিন্দু রাজা ছিলেন নাপ্পারাজ।
প্রঃ ইতিহাসে সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়?
উঃ ইতিহাসে সৈয়দ ভ্রাতৃদ্বয় বলা হয় সৈয়দ হুসেন আলি ও সৈয়দ আবদুল্লাকে।
প্রঃ কোন্ যুদ্ধ চলাকালে হায়দার আলির মৃত্যু হয় ?
উঃ দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৮০-৮৪ খ্রিঃ) চলাকালে ১৭৮২ খ্রিঃ কর্কট রোগে আক্রান্ত হয়ে হায়দার আলির মৃত্যু হয়।
প্রঃ 'স্বাধীতার বৃক্ষ' কে রোপণ করেছিলেন ?
উঃ রাজধানী শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতান স্বাধীতার বৃক্ষ রোপণ করেছিলেন।
প্রঃ কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন বৃহস্পতিবার পলাশীর যুদ্ধ হয়েছিল।
প্রঃ 'মাল-জমিনী' প্রথার প্রবর্তন করেন কে?
উঃ ‘মাল-জমিনী' প্রথার প্রবর্তন করেন মুর্শিদকুলী খাঁ।
প্রঃ সিরাজের কলকাতা আক্রমণের সঙ্গে কোন্ কুখ্যাত ঘটনা জড়িত?
উঃ সিরাজের কলকাতা আক্রমণের সঙ্গে কুখ্যাত 'অন্ধকূপ হত্যা' জড়িত।
প্রঃ বিদেরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ বিদেরার যুদ্ধ ১৭৫৯ খ্রিঃ
মিরজাফরের সঙ্গে রবার্ট ক্লাইভের
কারণ মিরজাফর গোপনে ওলন্দাজদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
প্রঃ
কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়?
উঃ বক্সারের যুদ্ধ
হয় ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ অক্টোবর।
প্রঃ
বাংলার স্বাধীন নবাবির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বাংলার স্বাধীন
নবাবির প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদকুলী খাঁ।
প্রঃ
সিরাজের স্ত্রীর নাম কী?
উঃ সিরাজের স্ত্রীর
নাম লুৎফাউন্নিসা।
প্রঃ
মোগল দরবারে যে প্রধান তিনটি দল গড়ে ওঠে তাদের নাম কী কী?
উঃ মোগল দরবারে
গড়ে ওঠা দলগুলি হল ইরানি, তুরানি ও হিন্দুস্থানি দল ।
প্রঃ
কোন্ যুদ্ধে টিপু সুলতান মারা যান?
উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর
যুদ্ধে (১৭৯৯ খ্রিঃ) টিপু সুলতান মারা যান।
প্রঃ
আলিনগরের সন্ধি করে কাদের মধ্যে হয়েছিল?
উঃ আলিগরের সন্ধি
১৭৫৭ খ্রিঃ ৪ঠা ফেব্রুয়ারি সিরাজ-উদ্-দৌল্লা ও ইংরেজদের মধ্যে হয়েছিল।
প্রঃ
কোন্ যুদ্ধের দ্বারা ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসা ঘটে?
উঃ বন্দিবাসের
যুদ্ধের (১৭৬০ খ্রিঃ) দ্বারা ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে।
প্রঃ
পলাশির যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল ?
উঃ ১৭৫৭ খ্রিঃ
সিরাজ এর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধ হয়েছিল।
প্রঃ
কোন্ আইন বলে ভারতে প্রথম সুপ্রিম গঠিত হয়?
উঃ রেগুলেটিং
অ্যাক্ট (১৭৭৩ খ্রিঃ) আইন বলে ভারতে প্রথম সুপ্রিম গঠিত হয় ।
প্রঃ
কোন্ মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফর্মান বা দস্তক
দিয়েছিলেন?
উঃ মোগল সম্রাট।
প্রঃ
মোগল সম্রাট ফারুক শিয়ারকে কে হত্যা করেছিলেন?
উঃ সম্রাট ফারুকশিয়ারকে
হত্যা করেছিলেন সৈয়দ হুসেন আলি ও সৈয়দ আবদুল্লা ।
প্রঃ
বান্দা বাহাদুর কে ছিলেন?
উঃ বালা বাহাদুর ছিলেন গুরু গোবিন্দ সিংহের অনুচর, যিনি মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে ১৭১৬ খ্রিঃ মারা যান।
প্রঃ ম্যাঙ্গালোর সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিল?
উঃ ম্যাঙ্গালের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ১৭৮৪ খ্রিঃ টিপু সুলতান ও গর্ভ ওয়ারেন হেস্টিংসের মধ্যে।
প্রঃ নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন?
উঃ নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট ছিলেন মহম্মম্মদ শাহ।
প্রঃ সিরাজ-উদ্-দৌল্লা কে ছিলেন?
উঃ সিরাজ-উদ্-দৌল্লা ছিলেন আলিবর্দীর নাতি এবং বাংলার শেষ নবাব।
প্রঃ ১৭৩৯ খ্রীঃ কে ভারত আক্রমণ করেন ?
উঃ ১৭৩৯ খ্রিঃ পারস্যের অধিপতি নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন।
প্রঃ দ্বৈত শাসন কে কবে প্রবর্তন করেছিলেন?
উঃ ১৭৬৫ খ্রিঃ ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন।
প্রঃ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উঃ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব মিরকাশিম।
প্রঃ বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৭৬৪ খ্রিঃ মিরকাশিম ও কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল।
প্রঃ টিপু সুলতানের জীবনের শেষ যুদ্ধ কোনটি?
উঃ টিপু সুলতানের জীবনের শেষ যুদ্ধ শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ (১৭৯৯ খ্রিঃ)।
প্র: ভারতে কবে প্রথম 'রেগুলেটিং অ্যাক্ট' পাস হয়?
উঃ ১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম 'রেগুলেটিং অ্যাক্ট' চালু হয়।
প্রঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় (১৭৭০ খ্রিঃ) বাংলার গভর্নর কে ছিলেন?
উঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় (১৭৭০ খ্রিঃ) বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্ডিয়ার।
প্রঃ বাংলার শেষ স্বাধীন নবাব কে?
উঃ বাংলার শেষ স্বাধীন নবাব হলেন মিরকাশিম।
প্রঃ কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
উঃ মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন মিরকাশিম।
প্রঃ কোন্ মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফর্মান বা দস্তক দিয়েছিলেন?
উঃ মোগল সম্রাট ফারুক শিয়ার কোম্পানিকে বিনাশুল্কে বাণিজ্যের ফর্মান বা দত্তক দিয়েছিলেন।
প্রঃ শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ শ্রীরঙ্গপত্তমের সন্ধি ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
প্রঃ সিরাজের প্রধান সেনাপতির নাম কী ?
উঃ সিরাজের প্রধান সেনাপতি হলে তাঁর ভগ্নিপতি মীরজাফর।
প্রঃ কার আমলে মারাঠা বর্গী নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন?
উঃ বর্গীদের নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন নবাব আলীবর্দীর আমলে।
প্রঃ কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?
উঃ কলকাতার নাম আলিনগর দেন সিরাজ-উদ্-দৌল্লা।
প্রঃ সিরাজের রাজধানী কোথায় অবস্থিত ছিল?
উঃ সিরাজের রাজধানী মুর্শিদাবাদের হাজারদুয়ারীতে অবস্থিত।
প্রঃ সিরাজ-উদ্-দৌল্লাকে কে হত্যা করেন?
উঃ সিরাজ-উদ্-দৌল্লাকে হত্যা করেন মিরজাফরের পুত্র মিরন।
প্রঃ সিরাজের পর বাংলার মসনদে কে বসেছিলেন?
উঃ সিরাজের পর বাংলার মসনদে বসেছিলেন মিরজাফর।
প্রঃ ফারুকশিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক এসেছিলেন?
উঃ ফারুকশিয়ারের দরবারে এসেছিলেন ইংরেজ পর্যটক সুরম্যান।
প্রঃ অমৃতসর সরোবর কে খনন করেছিলেন?
উঃ অমৃতসর সরোবর খনন করেছিলেন শিখগুরু রামদাস।
প্রঃ খালসা বাহিনীর প্রবর্তন কে করেছিলেন?
উঃ খালসা বাহিনীর (পবিত্র বাহিনী) প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিংহ।
প্রঃ কে নানা সাহেব নামে পরিচিত ছিলেন?
উঃ দ্বিতীয় বাজিরাও 'নানা সাহেব' নামে পরিচিত।
প্রঃ কোন্ বছর তৃতীয় পাণিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উঃ ১৭৬১ খ্রিস্টাব্দে ১৪ জানুয়ারি মারাঠা ও আফগানদের মধ্যে তৃতীয় পাণিপথের যুদ্ধ হয়েছিল।
প্রঃ তৃতীয় পাণিপথের যুদ্ধে কে জয়লাভ করেন?
উঃ তৃতীয় পাণিপথের যুদ্ধে
জয়লাভ করেন আফগান অধিপতি
অহম্মদ শাহ আবদালি।
প্রঃ 'নীলজল নীতি' কি?
উঃ গোয়ার পোর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবিস্তার নীতিকে 'নীলজল নীতি' বলা হয়।
প্রঃ শিখদের 'আদিগ্রন্থ কী? কে এটি সংকলন করেন?
উঃ 'আদি গ্রন্থ' বা 'গ্রন্থ সাহেব' হল শিখদের পবিত্র ধর্মগ্রন্থ।
প্রঃ কোন্ যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসান হয়?
উঃ ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসান হয় ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দীবাসের যুদ্ধের দ্বারা।
প্রঃ ডুপ্লে কে ছিলেন ?
উঃ ডুপ্লে ছিলেন পণ্ডিচেরির ফরাসি গভর্নর।
প্রঃ বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উঃ বেসিনের সন্ধি (১৮০২ খ্রিঃ) মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
প্রঃ অমৃতসরের সন্ধি ( ১৮০৯ খ্রিঃ) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রনজিৎ সিংহ এবং বড়লাট লর্ড মিন্টের প্রতিনিধি চার্লস মেটকাফের মধ্যে।
প্রঃ পানিপথে মারাঠারা কার কাছে পরাজিত হয়? আহম্মদ শাহ আবদালির কাছে
উঃ পানিপথে (১৭৬১ খ্রিঃ) মারাঠারা পরাজিত হয়।
প্রঃ শেষতম পেশোয়া কে ছিলেন?
উঃ শেষতম পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও।
প্রঃ পঞ্চ 'ক'-এর প্রবর্তক কে ছিলেন?
উঃ পঞ্চ 'ক'-এর প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিংহ।
প্রঃ তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল?
উঃ তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি ছিলেন সদাশিব। রাও-ভাও।
প্রঃ 'সব লাল হো জায়েগা – কথাটি কার?
উঃ সব লাল হো জায়েসা কথাটি রঞ্জিত সিংহ বলেছিলেন।
প্রঃ শিখদের শেষ শুরু কে ছিলেন?
উঃ শিখদের শেষ গুরু
হলেন গুরু গোবিন্দ সিংহ
(১৬৭৫-১৮০৮ খ্রিঃ)।
প্রঃ শিখদের প্রথম গুরু কে ছিলেন?
উঃ শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক।
প্রঃ বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাংলার নবাব মিরকাশিম, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লার মিলিত বাহিীর সঙ্গে ইংরেজ সেনাপতি হেক্টর মনরোর বক্সারের যুদ্ধ হয়েছিল।
প্রঃ কোন্ বছর মিরকাশিমের মৃত্যু হয়?
উঃ মিরকাশিমের মৃত্যু হয় ১৭৭৭ খ্রিঃ।
প্রঃ বক্সারের যুদ্ধে মিরকাশিমের দুই ফরাসি সেনাপতির নাম কি কি?
উঃ মিরকাশিমের দুই ফরাসি সেনাপতি হলেন মার্কার ও সমরু।
প্রঃ বন্দীবাসের যুদ্ধে ইংরেজ ও ফরাসি পক্ষে সেনাপতি কে ছিলেন?
উঃ বন্দীবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন স্যার আয়ার কট এবং ফরাসি সেনাপতি ছিলেন কাউন্ট-ডি-লালি।
প্রঃ অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন?
উঃ অমৃতসরের স্বর্ণমন্দিরটি নির্মাণ করান গুরু অর্জুন।
প্রঃ নবম শিখ গুরু কে? কে তাঁকে হত্যা করেন?
উঃ নবম শিখ গুরু হলেন তেগবাহাদূর ঔরঙ্গজেব তাঁকে হত্যা করেছিলেন।
প্রঃ রবার্ট ক্লাইভ কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ ছিলেন পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি।
প্রঃ রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়?
উঃ রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় ১৭৭৩ খ্রিস্টাব্দে।
প্রঃ কে কবে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিঃ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
প্রঃ চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৮৪৯ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসির শত্রুপক্ষ ছিলেন রণজিৎ সিংহের বিধবা স্ত্রী বিন্দন ও তাঁর পুত্র দলীপ সিংহ।
প্রঃ প্রথম স্বাধীন পেশোয়া কে ছিলেন?
উঃ বালাজি বিশ্বনাথ পেশোয়াতন্ত্রের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন।
প্রঃ মারাঠা জাতির ‘দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উঃ মারাঠা জাতির ‘দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রথম বাজিরাওকে বলা হয়।
প্রঃ সলবাই-এর সন্ধি (১৭৮২ খ্রিঃ) কাদের মধ্যে হয়েছিল?
উঃ মহাদজি সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে সলবাই-এর সন্ধি হয়েছিল।
প্রঃ পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বানাথ।
প্রঃ সলবাই-এর সন্ধি ( ১৭৮২ খ্রিঃ) দ্বারা কোন যুদ্ধের অবসান হয়।
উঃ সলবাই-এর সন্ধি দ্বারা (১৭৮২ খ্রিঃ) প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি হয় ।
প্রঃ শিখদের দশম গুরু কে ছিলেন?
উঃ শিখদের দশম গুরু হলেন গুরু গোবিন্দ সিংহ।
প্রঃ 'মসন্দ' কাদের বলা হয়?
উঃ 'মসন্দ' হল গুরু অর্জু প্রবর্তিত কর আদায়কারী গোষ্ঠী।
প্রঃ গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন?
উঃ গুরু অর্জুনকে মোগল সম্রাট জাহাঙ্গীর হত্যা করেছিলেন।
প্রঃ অন্ধকূপ হত্যার নায়ক কে?
উঃ অন্ধকূপ হত্যার নায়ক সিরাজ-উদ্-দৌল্লা।
প্রঃ 'নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ' কাকে বলা হয় ?
উঃ ফরাসি পণ্ডিত জ্যাকিসোঁ রণজিৎ সিংহকে 'নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ' বলা হয়।
প্রঃ এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেন।
প্রঃ কার শাসনকালে সিন্ধুদেশে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উঃ লর্ড এলেনবরার শাসনকালে (১৮৪২-৪৪ খ্রিঃ) সিন্ধুদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।
প্ৰঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানী লাভ করেন?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন ১৭৬৫ খ্রিস্টাব্দে আগস্ট মাসে।
প্রঃ দ্বৈতশাসন কে প্রবর্তন এবং কে এটি রদ করেন?
উঃ দ্বৈতশাসন প্রবর্ত করেন রবার্ট ক্লাইভ (১৭৬৫ খ্রিঃ) এবং এটি রদ করেন। লর্ড ওয়ারেন হেস্টিংস
প্রঃ পিটের ইন্ডিয়া অ্যাক্ট (ভারত শাসন আইন কবে পাস হয়?
উঃ পিটের ইন্ডিয়া অ্যাক্ট
পাশ হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে।
প্রঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্ডিয়ার।
প্রঃ কোন্ সময় বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের প্রাদুর্ভাব দেখা দেয়?
উঃ ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয় ১৭৭০ খ্রিস্টাব্দে (বাংলায় ১১৭৬ বঙ্গাব্দে)।
প্রঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে কোন্ মোগল সম্রাট বা কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন?
উঃ মুগল সম্রাট দ্বিতীয় শাহ আলম দেওয়ানি অধিকার দেন ক্লাইভকে।
প্রঃ সগৌলির সন্ধি (১৮১৬ খ্রিঃ) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ জেনারেল অক্টারলোনীর সঙ্গে নেপালের গুর্খা নেতা অমর সিং থাপার মধ্যে সগৌলির সন্ধি (১৮১৬ খ্রিঃ) স্বাক্ষরিত হয়।
প্রঃ ফরাসীদের শক্তিশালী বাণিজ্য ঘাঁটি কোথায় অবস্থিত ছিল ?
উঃ ফরাসীদের একমাত্র শক্তিশালী বাণিজ্য ঘাঁটিটি ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে।
প্রঃ 'আই-লা শাপেলের' সন্ধি কি?
উঃ ‘আই-লা শাপেলের সন্ধির দ্বারা ইউরোপ অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের পরিসমাপ্তি ঘটলে ভারতে ইঙ্গ-ফরাসি যুদ্ধের অবসান করে।
প্রঃ ‘বন্দিবাসের যুদ্ধে' কে পরাজিত হন?
উঃ ‘বন্দিবাসের যুদ্ধে ফরাসি সেনাপতি লালি পরাজিত হয়।
0 Comments: