Geography gk in bengali | ভূগোল জিকে প্রশ্ন উত্তর 4
ভূগোল জিকে প্রশ্ন উত্তর
ভূগোলের সমস্ত বাছাই করা প্রশ্নোত্তর যেগুলি বিভিন্ন প্রতিযগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহযোগী। বিভিন্ন পরীক্ষা যেমন WBCS, SSC, WBP, ICDS, RAIL,RRB GROUP D and others competitive exams , Geography quiz question answers Part 4.
প্রঃ ন্যাপের ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ বিশালায়তন শায়িত ভাঁজ ন্যাপ
নামে পরিচিত, এটি ন্যাপের ১টি
বৈশিষ্ট্য।
প্রঃ মহীসঞ্চরণ তত্ত্বের প্রস্তাব কে করেন?
উঃ জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার
মহীসঞ্চরণ তত্ত্বের প্রস্তাব করেন।
প্রঃ 'পাত' কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উঃ ‘পাত' কথাটি প্রথম
ব্যবহার করেছিলেন মার্কিন বিজ্ঞানী টুজো উইলসন।
প্রঃ পাততত্ত্বের জনক কাকে বলা হয় ?
উঃ ফরাসী বিজ্ঞানী পিঁচোকে
কে পাততত্ত্বের
প্রঃ হিমালয় পর্বতমালার কীভাবে সৃষ্টি হয়? জনক বলা হয়।
উঃ ভারতীয় পাত ও এশিয়
পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়।
প্রঃ প্রতিসম ভাঁজের বিপরীতমুখী নতি কেমন?
উঃ প্রতিসম ভাঁজের বিপরীতমুখী নতি
সমান ।
প্রঃ পৃথিবীর বৃহত্তম চ্যুতির নাম লেখ।
উঃ
U.S.A.-এর ক্যালিফোর্নিয়া রাজ্যের সানআম্ব্রিজ পৃথিবীর বৃহত্তম চ্যুতি।
প্রঃ চ্যুতিতল কাকে বলে?
উঃ যে তল বরাবর
চ্যুতি সম্পন্ন হয়, তাকে চ্যুতিতল
বলে।
প্রঃ আয়াম কাকে বলে?
উঃ চ্যুতিতল ও অনুভূমিক তল
যে রেখা বরাবর ছেদ
করে, তাকে আয়মি বলে।
প্রঃ চ্যুতিরেখা কাকে বলে?
উঃ ভূ-পৃষ্ঠ ও
চ্যুতিতল যে রেখা বরাবর
ছেদ করে তাকে চ্যুতিরেখা
বলে।
প্রঃ চ্যুতিকোণ কাকে বলে?
উঃ চ্যুতি উলম্বতলের সঙ্গে
যে কোণ উৎপন্ন করে
তাকে চ্যুতিকোণ বলে।
প্রঃ ব্যবধি কাকে বলে?
উঃ চ্যুতিতল বরাবর শিলাস্তরের পাশাপাশি
ব্যবধানকে ব্যবধি বলে।
প্রঃ ঝুলন্ত প্রাচীর কাকে বলে?
উঃ চ্যুতির ফলে শিলার যে
অংশ উপরে উঠে অবস্থান
করে, তাকে ঝুলন্ত প্রাচীর
বলে।
প্রঃ পাদমূল প্রাচীর কাকে বলে?
উঃ চ্যুতির ফলে শিলার যে
অংশ নীচে অবস্থান করে,
তাকে পাদমূল প্রাচীর বলে।
প্রঃ ক্ষেপ কাকে বলে?
উঃ চ্যুতিতল বরাবর শিলাস্তরের উলম্ব
ব্যবধানকে ক্ষেপ বলে।
প্রঃ অনুলোম চ্যুতির নিদর্শন কোথায় পাওয়া যায় ?
উঃ ফ্রান্সের ভোজ ও জার্মানির
ব্লাক ফরেস্ট পর্বতে এর
নিদর্শন পাওয়া যায়।
প্রঃ বিলোম বা বিপরীত চ্যুতির একটি বৈশিষ্ট্য লেখ।
উঃ বিলোম চ্যুতির ক্ষেত্রে
চ্যুতি তলের নতি প্রায়
45° বা তার বেশি হয়।
প্রঃ বিলোম চ্যুতির একটি উদাহরণ লেখ।
উঃ পশ্চিম হিমালয়ের স্থানে
স্থানে বিলোম চ্যুতি দেখা
যায়।
প্রঃ পরিখা চ্যুতির নিদর্শন কোথায় পাওয়া যায়।
উঃ পূর্ব আফ্রিকার গ্রস্ত
উপত্যকায় পরিখা চ্যুতির নিদর্শন
পাওয়া যায়।
প্রঃ ট্রান্সফর্ম চ্যুতির একটি বৈশিষ্ট্য লেখ।
উঃ ট্রান্সফর্ম চ্যুতিতে বিধ্বংসী ভূমিকম্প ঘটে।
প্রঃ কোথায় বিধ্বংসী ভূমিকম্প ঘটে?
উঃ ক্যালিফোর্নিয়ার সান-আন্দ্রিয়ান চ্যুতির
জন্য বিধ্বংসী ভূমিকম্প ঘটে।
প্রঃ আয়াম স্খলন চ্যুতির ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ আয়াম স্ফলন চ্যুতির
ডানদিকে শিলাখণ্ডের চ্যুতিতল বরাবর অধিক ফুলন
ঘটলে তাকে ডানহাতি ফলন
চ্যুতি বলে।
প্রঃ ভৃগুতট কোথায় দেখা যায়?
উঃ যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন অঞ্চলে
স্তূপ পর্বতে ভূগুতট দেখা
যায়।
প্রঃ উদ্খট চ্যুতি কোথায় লক্ষ্য করা যায়?
উঃ হিমালয় ও আল্পস পর্বতে
উদঘট চ্যুতি লক্ষ্য করা
যায়।
প্রঃ নতিস্খলন চ্যুতির ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ নতিস্খলন চ্যুতিতে কোনো অনুভূমিক ব্যবধান
হয় না।
প্রঃ তীর্যকস্খলন চ্যুতি কত ডিগ্রীর মধ্যে অবস্থান করে?
উঃ তীর্যকস্খলন চ্যুতি 0-90-এর মধ্যে অবস্থান
করে।
প্রঃ গ্রন্থ, উপত্যকার একটি উদাহরণ দাও ।
উঃ জার্মানির রাইন নদীর উপত্যকা
গ্রস্ত উপত্যকার উদাহরণ।
প্রঃ অনুলোম চ্যুতির নতি কত ডিগ্রী?
উঃ অনুলোম চ্যুতির নতি
60° হয়।
প্রঃ বিলোম চ্যুতির নতি কত ডিগ্রী?
উঃ বিলোম চ্যুতির নতি
30° হয়।
প্রঃ মহীখাত কয় প্রকার?
উঃ মহীখাত তিন প্রকার।
প্রঃ মহীখাত শব্দের অর্থ কী?
উঃ ‘মহীখাত' শব্দের অর্থ 'অবনমিত
অঞ্চল'।
প্রঃ আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়?
উঃ আগ্নেয় পর্বত লাভা থেকে
সৃষ্টি হয়।
প্রঃ আগ্নেয় পর্বতের আকৃতি কীরূপ?
উঃ আগ্নেয় পর্বতের আকৃতি শঙ্কু বা
ত্রিভুজাকৃতি ।
প্রঃ ক্ষয়জাত পর্বতের আকৃতি কীরূপ?
উঃ ক্ষয়জাত পর্বতের আকৃতি চ্যাপ্টাকৃতির মতো।
প্রঃ পাতসংস্থান তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ভূ-ত্বক কটি প্রধান ও অপ্রধান পাতের সমন্বয়ে গঠিত?
উঃ পাতসংস্থান তত্ত্ব অনুযায়ী পৃথিবীর
ভূ-ত্বক ৬টি প্রধান
ও ২০টি অপ্রধান পাতের
সমন্বয়ে গঠিত।
প্রঃ কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম পাত শব্দটি ব্যবহার করেন?
উঃ মার্কিন বিজ্ঞানী টুজো উইলসন সর্বপ্রথম
পাত শব্দটি ব্যবহার করেন।
প্রঃ পাত সীমানা কাকে বলে?
উঃ
'200 কিমি গভীরতায় অ্যাসথেনোস্ফিয়ার স্তরের ওপর ভাসমান
দুই বা তিনটি পাতের
মিলনক্ষেত্রকেই পাতসীমানা বা পাতসীমান্ত বলে।
প্রঃ ভূ-বিজ্ঞানীরা কত প্রকার পাতসীমানার কথা বলেছেন?
উঃ ভূ-বিজ্ঞানীরা চার
প্রকার পাতসীমানার কথা বলেছেন।
প্র: প্রতিসারী পাতসীমান্ত কাকে বলে?
উঃ যে পাতসীমানা বরাবর
দুটি পাত পরস্পর থেকে
দূরে সরে যায়, সেই
পাতসীমানাকে প্রতিসারী পাতসীমান্ত বলে।
প্রঃ প্রতিসারী পাতসীমান্তের ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ প্রতিসারী পাতসীমানা বরাবর দুটি পাত
পরস্পর থেকে দূরে সরে
যাওয়ায় শূন্যস্থানের সৃষ্টি হয়।
প্রঃ প্রতিসারী পাতসীমানা কোথায় দেখা যায় ?
উঃ মধ্য আটলান্টিক শৈলশিরা
বরাবর প্রতিসারী পাতসীমানা দেখা যায়।
প্রঃ নিরপেক্ষ পাতসীমান্ত কাকে বলে?
উঃ যে সমস্ত পাতসীমান্তে
দুটি পাত পরস্পরের দিকে
অগ্রসর হয়েও সংঘর্ষে লিপ্ত
হয় না তাদের নিরপেক্ষ
পাতসীমান্ত বলে।
প্রঃ নিরপেক্ষ পাতসীমান্তের ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ নিরপেক্ষ পাতসীমান্তে ধ্বংসাত্মক বা গঠনমূলক তেমন
কোনো কাৰ্যই সংঘটিত হয়
না, তাই এদের রক্ষণশীল
পাত সীমান্তও বলে।
প্রঃ সিবনরেখা কাকে বলে?
উঃ যে রেখা বরাবর
দুটি পাতের মধ্যে প্রথম
সংঘর্ষ হয়, তাকে সিবনরেখা
বলে।
প্রঃ কীভাবে সিবনরেখার অবস্থান নির্ধারিত হয়?
উঃ লাভাপ্রবাহ, ন্যাপ, রিকাম্বেট ভাঁজ,
চ্যুতিরেখা ইত্যাদি দ্বারা সিবন রেখার
অবস্থান নির্ধারিত হয়।
প্রঃ সিবন রেখার ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ সিবনরেখা অঞ্চল সর্বদা অস্থির।
প্রঃ সিবনরেখার ১টি উদাহরণ দাও।
উঃ হিমালয়ের পশ্চিমাংশে সিন্ধুনদের উপত্যকা সিবনরেখার উদাহরণ।
প্রঃ অধঃপাত অঞ্চল কাকে বলে?
উঃ দুটি পাতের অনুভূমিক
চলনের ফলে যে অঞ্চল
বরাবর ভারী পাত হাল্কা
পাতের তলায় প্রবেশ করে,
তাকে অধঃপাত অঞ্চল বলে।
প্রঃ কোথায় অধঃপাত অঞ্চল দেখা যায় ?
উঃ ইন্দো অস্ট্রেলিয়া ও
ইউরোপীয় পাতের মিলনস্থলে অধঃপাত
অঞ্চল দেখা যায়।
প্রঃ বেনিয়ফ মণ্ডল কাকে বলে।
উঃ দুটি পাত যেখানে
মিলিত হচ্ছে সেখানে ভূমিকম্পপ্রবণ
ঢালু পাতসীমার তলকে বেনিয়ফ মণ্ডল
বলে।
প্রঃ বেনিয়ফ মণ্ডলের ১টি বৈশিষ্ট্য লেখ।
উঃ বেনিয়ফ মণ্ডল ভূ-পৃষ্ঠের
সঙ্গে 30-80° কোণে অবস্থান করে,
তবে এই কোণ সাধারণত
45" এর কাছাকাছি হয়।
প্রঃ বেনিয়ফ মণ্ডলের ১টি উদাহরণ দাও ।
উঃ ইউরেশীয় পাত ও প্রশান্ত
পাতের মিলন অঞ্চল বেনিয়ফ
মণ্ডল।
প্রঃ 'Guinss Bank of Records'-এ মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত?
উঃ
'Guiness Book of Records'-এ
মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8867 মি.।
প্রঃ বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ দাও।
উঃ জাপান, টোঙ্গা প্রভৃতি
বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ।
প্রঃ তপ্ত বিন্দুর ফলে কী হয়?
উঃ তপ্ত বিন্দুর ফলে
তপ্ত স্থানে গুরুমগুলের শিলা
গলিত হয় ও আয়তন
বাড়ে।
প্রঃ কোন্ বিজ্ঞানী প্রথম মহীসঞ্চরণ তত্ত্ব প্রকাশ করেন?
উঃ জার্মান আবহতত্ত্ববিদ আলফ্রেড ওয়েগনার প্রথম মহীসঞ্চরণ তত্ত্ব
প্রকাশ করেন।
প্রঃ প্যানথালাসা কী?
উঃ প্যানজিয়াকে ঘিরে যে জলভাগ
তাকে বলে প্যানথালা।
প্র: JiG-Saw Fit বলতে কী বোঝ?
উঃ সকল মহাদেশগুলো একসঙ্গে
যুক্ত করলে দেখা যায়
প্রতি বিন্দুই একে অপরের সঙ্গে
মিলে যায়, একেই JIG-Saw Fit বলে। প্রঃ মহাদেশীয় মঞ্চ কাকে বলে?
উঃ মহাদেশের অভ্যন্তরভাগে গঠিত নিম্নভূমি বিশেষ
যা প্রধানত আর্কিয়ান যুগের প্রাচীন আগ্নেয়
ও রূপান্তরিত শিলার ভূ-ভাগকে
মহাদেশীয় মঞ্চ বলে।
প্রঃ মহাদেশীয় মঞ্চের দুটি উদাহরণ দাও।
উঃ মহাদেশীয় মঞ্চের দুটি উদাহরণ
হল সাইবেরিয়া ও আফ্রিকান মলনভূমি।
প্রঃ সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি কে সর্বপ্রথম ব্যাখ্যা করেন?
উঃ H.
Hess 1960 সালে সমুদ্রবক্ষের তত্ত্বটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন।
প্রঃ কে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের কথা বলেন?
উঃ আর্থার হোমস গুরুমণ্ডলে
পরিচলন স্রোতের কথা বলেন।
প্রঃ সমস্থিতি বলতে কী বোঝায় ?
উঃ গ্রীক শব্দ 'ISOS' অর্থ
সমান ও 'Statia' শব্দের অর্থ স্থিতাবস্থা।
প্রঃ সমস্থিতির একটি উদাহরণ দাও।
উঃ বাল্টিক সাগরীয় অঞ্চলের ভূমিভাগে সমস্থিতি দেখা যায়।
প্রঃ GB. Diry কিসের ওপর একটি তত্ত্ব প্রকাশ করেন?
উঃ
GB. Diry সমস্থিতি সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ
করেন।
প্রঃ কত খ্রিস্টাব্দে GB. Diry সমস্থিতি তত্ত্ব প্রকাশ করেন?
উঃ
1855 খ্রিস্টাব্দে GB.
Diry সমস্থিতি তত্ত্ব প্রকাশ করেন।
প্রঃ Airy-র সমস্থিতি তত্ত্বের যে কোনো একটি মূল বক্তব্য উল্লেখ কর।
উঃ
Airy-র তত্ত্বটি পদার্থের ভাসমানতার ধর্মের উপর প্রতিষ্ঠিত।
প্রঃ J.H. Pratt-এর সমস্থিতি তত্ত্বটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উঃ
JH. Pratt সমস্থিতি তত্ত্বটি 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
প্রঃ প্রতিবিধান তল সম্পর্কে প্রথম ধারণা কে দেন?
উঃ প্রতিবিধান তল সম্পর্কে প্রথম
ধারণা দেন লিওনার্দো দা
ভিঞ্চি।
প্রঃ বর্তমান বিশ্বে সমস্থিতির দুটি প্রমাণ উল্লেখ কর।
উঃ বর্তমান বিশ্বে সমস্থিতির দুটি
প্রমাণ হল আমেরিকার কলোরাডোর
আলবার্ট পর্বত ও ইন্দোনেশিয়ার
দ্বীপ সমূহ।
0 Comments: